Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দেশজুড়ে রবিবার পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর)ও শরৎ বোস অ্যাক্যাডেমি এবং বোস লিগাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ টেগোর সেন্টার অর্থাৎ আই সি সি আর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। উপস্থিত ছিলেন আইসিসিআর-এর সভাপতি ডঃ বিজয় সহস্রবুদ্ধে, শরৎ বোস একাডেমির সভাপতি বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি। ছিলেন শরৎ চন্দ্র বসুর দৌহিত্রী মাধুরী বসু। অনুষ্ঠান আয়োজনে আইসিসিআর এর গভর্নিং কাউন্সিলের মেম্বার অরিন্দম মুখোপাধ্যায় এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

অনুষ্ঠানে ‘দ্য বোস লিগেসি’ সিনে থিয়েটার প্রিমিয়ার শো প্রদর্শিত হয়। এই থিয়েটারকে সিনেমার আঙ্গিকে পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষ হয় দেশনায়কের প্রতি রাজনাথ দাসের মিউজিক্যাল ট্রিবিউটের মাধ্যমে।

Share it