Rupam Islam in a Book Release Program
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রকাশিত হল বাংলার রক স্টার রূপম ইসলামের প্রথম উপন্যাস। দীপ প্রকাশনের মাধ্যমে এই বইটি বাজারে এসেছে। সোমবার দুপুরে প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক গৌতম ভট্টাচার্য। ছিলেন দীপ প্রকাশনের তরফে দীপ্তাংশু মণ্ডল।

‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ নামে এই বইটিতে দুটি উপন্যাস আছে। প্রথম উপন্যাসের নাম ‘চাঁদনিতে উন্মাদ একজন’। দ্বিতীয় উপন্যাস নামেই এই বইটির নামকরণ হয়েছে। উপন্যাসের মূল চরিত্র ব্রহ্ম ঠাকুর একজন মনোবিদ। রহস্যময় এই চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এই ব্রহ্ম ঠাকুর কখনও অসাধারণ আবার কখনও সাধারণ মানুষ। আবেগপ্রবণ, ভালবাসায় চোখের জল ফেলেন। তবে যেভাবেই হোক জীবনের ছোট বা বড় চ্যালেঞ্জগুলো জিতে নেন এই বৃদ্ধ।

সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসান নিয়েও শোকজ্ঞাপন করেছেন রূপম ইসলাম। এদিনের অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কাটা হয়। তারই নিজের পুরনো কম্পোজিশন ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ গানটি নিজের গলায় গেয়ে ওঠেন রূপম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাংবাদিক ও লেখক গৌতম ভট্টাচার্য, রূপম ইসলামের বহুমুখী প্রতিভার কথা তুলে ধরেন সকলের সামনে।

Share it