১৯ দিনে ৪৩০ কিলোমিটার গঙ্গাবক্ষে সফল অভিযান NCC নৌবাহিনীর ক্যাডেটদের
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৪৩০ কিলোমিটার জলপথ। ৬০ জন ক্যাডেট। যাদের প্রত্যেকেরই বয়েস ১৮-এর নীচে। দুর্গম, প্রতিকূল পরিবেশে ১৯দিন ধরে নৌকোর দাঁড় টানা সহজ কথা নয়। কিন্তু এই অসাধ্যই সাধন করে দেখাল নাবালক NCC ক্যাডেটরা। আর এই অভিযানের পুরোটাই হয়েছে কম্যান্ডার মৃণ্ময় নন্দী ও লেফটেন্যান্ট কলোনেল জি এইচ মুস্তফার তত্ত্বাবধানে।

এই উপলক্ষে বুধবার প্রিন্সেপ ঘাট মেমোরিয়ালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে NCC ক্যাডেটরা তাদের সাংস্কৃতিক পারদর্শিতা প্রদর্শন করে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ঝুলন গোস্বামী। ছিলেন বিশিষ্ট সমাজসেবী গীতা হাকিম ও আরও অনেকে। ঝুলন গোস্বামী অভিযানে অংশগ্রহণ করা ও অন্যান্য ক্যাডেটদের ভূয়ষী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রতিকূল অভিজ্ঞতা আগামীদিনে সফল ও প্রতিষ্ঠিক হতে সাহায্য করবে।

কম্যান্ডার মৃণ্ময় নন্দী বলেন, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম ডাইরেক্টরির তত্ত্বাবধানে ১৯ দিন ধরে গঙ্গাবক্ষে একটি জলপথ অভিযানের আয়োজন করা হয়েছিল। যার সূচনা হয়েছিল ২২ মে মুর্শিদাবাদের ফরাক্কায়। ৯ জুন সকালে এই অভিযান প্রিন্সেপ ঘাটে এসে শেষ হয়। ক্যাডেটদের স্বাগত জানান ADG NCC ডিরেক্টরেট মেজর জেনারেল উদয় শঙ্কর সেনগুপ্ত। কম্যান্ডার মৃণ্ময় নন্দী বলেন, দেশের ও জাতির সুরক্ষা প্রদানের পাশাপাশি এটি একটি অত্যন্ত মহান জীবিকা। নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরও আরও বেশি করে NCC-তে অংশগ্রহণের জন্য সমস্ত অভিভাবকদের কাছে আবেদন রেখেছেন কম্যান্ডার মৃণ্ময় নন্দী।

বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ লেফটেন্যান্ট ডঃ বিভা সমাদ্দারের হাতে এদিন স্মারক তুলে দেন ঝুলন গোস্বামী। লেফটেন্যান্ট সমাদ্দার বলেন, কোভিড সুরক্ষার কথা মাথায় রেখেই স্কুলগুলিতে ছোটছোট ছেলেমেয়েদের NCC প্রশিক্ষণ শুরু করার চিন্তাভাবনা চলছে। নৌ অভিযানে অংশগ্রহণকারী সকল ক্যাডেট ও তাদের অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এই উনিশ দিনের অভিযান কিন্তু সহজ ছিল না। বহু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ক্যাডেটদের। এর মাঝে ঝড়বাদলের সম্মুখীন হয়েছে ক্যাডেটরা। তবুও লক্ষ্যে অবিচল থেকে তারা এই অভিযান শেষ করেছেন সাফল্যের সঙ্গে। এই অভিযানের সঙ্গী হয়েছিল ২৫ জন মহিলা ও ৩৫ জন পুরুষ ক্যাডেট। তবে তাদের সুরক্ষার সঙ্গে কোনওরকম আপোস করা হয়নি বলে দাবি করেছেন NCC-এর ১ নম্বর নেভাল ইউনিটের কম্যান্ডিং অফিসার মৃণ্ময় নন্দী।

Share it