নিউজ ওয়েভ ইন্ডিয়া: ১৮ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে ১৪তম ভারত সংস্কৃতি উৎসব। উদ্যোক্তা হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোশ্যাইটি বা HAMS। কলকাতার ICCR-এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ২৩ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক উৎসব। ICCR ছাড়াও বর্ধমানের টাউন হল ময়দান অ্যান্ড অডিটোরিয়ামে ১৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলেছে ভারত সংস্কৃতি উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা তাদের নৃত্য ও গীতশৈলী পরিবেশন করেন এই মঞ্চে।
শুক্রবার সন্ধ্যায় কলকাতার ICCR-এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হয়েছিল রানি রাসমনির জীবন সম্পর্কিত একটি আলোচনার। রানিমার ষষ্ঠ প্রজন্মের উত্তরসূরী শ্রী প্রসূন হাজরা এবং বিশিষ্ট গবেষক ও লেখক শ্রী নিখিল চক্রবর্তী এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন।
রানিমার জীবনের বিভিন্ন দিক আলোচনায় দর্শকশ্রোতাদের সামনে তুলে ধরেন শ্রী নিখিল চক্রবর্তী ও প্রসূন হাজরা। আগামীদিনে রানি রাসমনির মাহাত্ম্য ও কর্মকাণ্ডকে দেশে বিদেশে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে বিভিন্নরকমভাবে তাঁরা উদ্যোগী হবেন বলে নিউজ ওয়েভ ইন্ডিয়াকে জানিয়েছেন তাঁরা।