Durga Pujo Rally
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শীতের দুপুরে তিলোত্তমায় শারদীয়া আমেজ। কলকাতা দুর্গাপুজোকে UNESCO-এর হেরিটেজ (Unesco Intangible Heritage list) স্বীকৃতি প্রদানে পদযাত্রা হল শহরে।

 celebration march
celebration march

UNESCO কে ধন্যবাদ জানাতে বুধবার পদযাত্রায় সামিল হন কলকাতার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা ও বিশিষ্ট ব্যক্তিরা। ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পুর প্রতিনিধি দেবাশিস কুমার। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে।

বর্ণাঢ্য পদযাত্রায় বাদ ছিল না বাংলা চিরন্তন কোনও কিছুই। ছিল বাউল, লোকসংগীত, ছৌ নৃত্য, ঢাক, ধুনুচি নাচের শোভাযাত্রা, সবকিছুই। চোখে পড়েছে রঙিন ফেস্টুন, ব্যানার, চালচিত্র পোস্টার। UNESCO কে ধন্যবাদ জানিয়ে ক্রেনের সাহায্যে ঝোলান হয় বিশাল থ্যাংকস ব্যানার। হয় অভ্র, কাগজের বৃষ্টি। সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে বর্ণাঢ্য পদযাত্রার।

 celebration march
celebration march

১৫ ডিসেম্বর কলকাতার দুর্গাপুজোকে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করে UNESCO। ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র ১৬তম অধিবেশনে এই সিদ্ধান্ত হয়। UNESCO’র তরফে জানানো হয়, ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে।

এরপরেই টুইট করে শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ট্যুইট করেন প্রধানমন্ত্রী। পরে এক জনসমাবেশে মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর বিশেষভাবে পালিত হবে কলকাতার দুর্গোৎসব।

Share it