ছবিতে অনুবাদ সাহিত্যে লীলা রায় পুরস্কার প্রাপ্ত লেখিকা জয়া চৌধুরী
Share it

অনুবাদ সাহিত্যে লীলা রায় পুরস্কার প্রাপ্ত লেখিকা জয়া চৌধুরী: বাংলা ভাষার গুরুত্ব আধুনিক প্রজন্মের কাছে কমে যাচ্ছে কি না এই প্রশ্ন শহর ও গ্রামের মানুষের কাছ থেকে আলাদা উত্তর আসবে।

পশ্চিমবঙ্গ বাঙালিদের জায়গায় বাংলা ভাষাই তাদের মুখের ভাষা। এটা বেশি দেখা যায় গ্রাম বাংলাতে। আমাদের রাজ্যে মফস্বল ও গ্রামীন এলাকাই বেশি। সুতরাং এই ভাষার গুরুত্ব তো তাদের কাছে আছেই। হ্যাঁ, একইসঙ্গে ইংরাজির গুরুত্বও তাদের কাছে এখন বেড়েছে।

শহরের পরিবেশ খুবই দুর্ভাগ্যজনক। সেখানে বাঙালির ছেলেমেয়েরাই বাংলা ভাষায় পড়াশোনা তো করেই না, বলতে গেলে প্রায় বেশিরভাগই ইংরাজি মাধ্যমে পড়াশোনা করে সেখানে বাংলা ভাষায় বই পড়ার দিকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। যদি ভাষা হিসেবে একটি পেপার থাকেও তাদের সেখানেও তারা কোনওরকমে নম্বর তোলার মতো পড়েই হাল ছেড়ে দেয়। তাদের বাবা মাও মনে করেন যে বাংলাটা না জানলেও হবে। এটা কিন্তু মূলত শহরেরই একটা অভ্যাস।

কলকাতা কেন্দ্রিক বা আরও দু-চারটে উন্নত পরিষেবার মফস্বল শহরেই এই দৃষ্টিভঙ্গি। কিন্তু বৃহত্তর বাংলায় যেখানে গ্রামের লোক বেশি সেখানে কিন্তু বাংলা ভাষা ছাড়া যোগাযোগের আর কোনও মাধ্যম নেই। কাজেই গুরুত্ব কমে গেছে এটা আমি মানব না। বই বিক্রির ক্ষেত্রেও কলকাতার লোকজন যত না কেনেন তার চেয়েও বেশি কেনেন মফস্বল বাংলার পাঠকরা।

তাই আমি মনে করি না, বাংলা ভাষার গুরুত্ব আধুনিক প্রজন্মের কাছে কমে যাচ্ছে। আধুনিকতা শুধু শহর ভিত্তিক বা ফ্যাশন ভিত্তিক হতে পারে না। পোশাকের চেয়েও সবচেয়ে আগে দরকার মনের ফ্যাশন। এবং মন এবং মননের দিক থেকে আমাদের গ্রাম বাংলা আগের মতোই এগিয়ে আছে। আমি মনে করি না তারা পিছিয়ে আছে।

Share it