Hrithik Roshan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: নিজের প্রাসাদোপম বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন! বুধবার সকালে টুইটারে তাঁর এমনই একটি পোস্ট ঘিরে জল্পনার পারদ চড়েছে। তিনি এখন ভাড়া বাড়িতে বাস করছেন বলে জানিয়েছেন স্বয়ং ঋত্বিকও। পিছনের দেওয়ালে স্পষ্ট দেখা যাচ্ছে নোনা ধরা দেওয়ালের ছবি।


বলিউড সুপারস্টারের পোস্টে তাঁর মাকেও দেখা যাচ্ছে, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে। ক্যাপশনে লিখেছেন দেরিতে ঘুম ভাঙায় বিলম্বিত ব্রেকফাস্ট করেছেন তিনি। বুধবারের রবিবারের অনুভূতি হচ্ছে বলে জানিয়েছেন বলিউডের ‘গ্রিক গড’ হিরো। তাঁর এই ছবিতেই নোনা ধরা দেওয়াল দেখতে পেয়ে এক ভক্ত তাঁকে টুইট করেন। তাঁর উত্তরেই বলিউড সুপারস্টার জানান, তিনি বর্তমানে ভাড়া বাড়িতেই বাস করছেন।

Share it