Fardeen Khan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ১১ বছর পর রুপোলি পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেতা ফারদিন খান। শেষবার তাঁকে ‘দুলহা মিল গয়া’ সিনেমায় অভিনয়ন করতে দেখা গিয়েছিল। সঞ্জয় গুপ্তার আগামী ছবি ‘বিসফোট’-এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে এই ছবিতে সহ অভিনেতা হিসেবে থাকছেন রীতেশ দেশমুখ।

‘বিসফোট’ সিনেমার গল্পটি ২০১২ সালের একটি ভেনেজুয়েলার সিনেমা ‘রক, পেপার, সিজর্স’-এর রিমেক। ৮৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসেবে নমিনেশন পেয়েছিল সিনেমাটি।


‘হে বেবি’ সিনেমাতে শেষবার রীতেশ ও ফারদিনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ১৪ বছর পর ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন তাঁরা। চলতি মাসের শেষেই এই থ্রিলার সিনেমাটির শুটিং শুরু হবে মুম্বইয়ে।

Share it