Short Hair Style
Share it

রুনা চক্রবর্তী, নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুজো এসে গেছে। সাজগোজের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন বয়সের মহিলারা। অনেকেই এবার মাস্ক পরার ঝামেলা থাকায় মেক আপ নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ। তাই চুলের স্টাইলের দিকেই বাড়তি ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে মহিলাদের। এই চুলের স্টাইলের মধ্যেই এবার পুজোয় ছোট চুলের বব স্টাইলই বেশি পছন্দ কেশবতী কন্যাদের। কী ধরনের বব হেয়ার স্টাইল এবার পুজোয় Trendy তা জানতে আমরা কথা বলেছিলাম Hair Style Expert-দের সঙ্গে।

Short Hair
Short Hair

Bob Cut Hair Styles: বব কাট হেয়ার স্টাইলের মধ্যেও বেশ কয়েকটি ভাগ আছে। যেগুলো মুখের গড়ন অনুযায়ী প্রয়োগ করতে পারেন।

A-Line Bob
A-Line Bob

A-Line Bob Cut: একটু গোলগাল মুখের মেয়েদের জন্য এ-লাইন বব কাট সবচেয়ে পারফেক্ট। এ-লাইন বব কাটের জন্য সামনের দিকে প্রায় থুতনি পর্যন্ত চুল রাখা হয়। পেছনের দিকে চুল কাটতে হবে কিছুটা ছোট করে। আউটলুক অনুযায়ী কখনো মাঝ বরাবর আবার কখনো একটু পাশে সিঁথি করে নিতে পারেন। এতে অন্যমাত্রা যোগ হবে।

Buzz Cut
Buzz Cut

Buzz Cut Bob Hair Cut: সামনের দিকের চুলগুলো প্রায় কাঁধ পর্যন্ত লম্বা রেখে পেছনের চুলগুলো বেশ খানিকটা ছোট করে Buzz কাটও ট্রাই করতে পারেন। একটু ব্যাংস করে হেয়ার স্টাইলে আনতে পারেন নিজস্বতা।

Shoulder Length
Shoulder Length

Shoulder Length Bob Cut: যারা খুব বেশি এক্সপেরিমেন্ট-এর ঝুঁকি নিতে চাইছেন না, তাদের জন্য উপযুক্ত শোল্ডার লেন্থ বব কাট। অর্থাৎ কাঁধ পর্যন্ত সমান করে ছেঁটে নিতে পারেন।

Blunt Cut
Blunt Cut

Blunt Cut Bob: এক্ষেত্রে খুব বেশি লেয়ার ব্যবহার না করে, চুলগুলো একদম সোজা রেখে একই লেন্থে কাটা হয়। যাদের চুল একটু পাতলা, তাদের ক্ষেত্রে এই হেয়ার স্টাইল একদম উপযুক্ত। আর ভিন্নতা আনার জন্য আপনার সিঁথি পরিবর্তন করতে পারেন।

Chin Length
Chin Length

Chin Length Bob Hair Cut: অল্প বয়সী মেয়েরা যাদের মুখায়ব একটু লম্বাটে, তারা চাইলে চুলটা একটু ছোট করে থুতনি পর্যন্ত ছেঁটে নিয়ে চিন লেন্থ বব কাট হেয়ার স্টাইলও ট্রাই করে দেখতে পারেন।

Shaggy Bob Cut
Shaggy Bob Cut

Shaggy Bob Hair Cut: শোল্ডার লেন্থ বব কাটের পর কাঁচি দিয়ে কিছুটা এলোমেলোভাবে কেটে শ্যাগি ভাব আনা হয় চুলে। এক্ষেত্রে একটু সিম্পল হেয়ার কাটিং-এই আপনি বৈচিত্র্যতা আনতে পারেন হেয়ার ডিজাইন-এর উপর ভিত্তি করে। শ্যাগি বব-এর জন্য চুলের ডিজাইন একটু ফুলিয়ে রাখতে পারলে সত্যিই সুন্দর লাগবে।

Pixie Hair Cut
Pixie Hair Cut

Pixie hair cut: একদম ছোট চুলের পিক্সি হেয়ার স্টাইলের ট্রেন্ড ৯০ দশকে শুরু হয়েছিল। ইদানিং তা আবার ফ্যাশন-এ পরিণত হয়েছে। যাদের ফেস শেপ একটু ছোট ধাঁচের, তাদের পিক্সি হেয়ার স্টাইলে বেশ ভালো মানিয়ে যায়।

Under Cut Hair
Under Cut Hair

Under Cut Pixie Hair Style: একটু বড় চুল রেখে অনেকেই পিছনের দিকটা আন্ডারকাট করতে পছন্দ করছেন। আন্ডারকাটে আবার বিভিন্ন ডিজাইনের চল রয়েছে। যারা একটু সাহসী হেয়ার স্টাইল পছন্দ করেন, তারা এটা পুজোয় প্রয়োগ করে দেখতে পারেন। এরসঙ্গে ট্রেন্ডি হেয়ার কালার করেও যোগ করতে পারেন ভিন্নমাত্রা।

Under Cut Hair
Under Cut Hair
Share it