Exhibition cum sale at Gariahat
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: তাঁত থেকে ডিজাইনার শাড়ি। অন্দরসজ্জা থেকে বাড়ির রান্না। একছাদের নীচে চৈত্র সেল ও প্রদর্শনী গড়িয়াহাটে। এম বাজারের পাশে একছাদের নীচে শনি ও রবিবার দুদিন ব্যাপী এই সেল ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাড়ির মহিলারা নিজস্ব ব্র্যান্ড নিয়ে ছোট ছোট স্টলে হাজির হয়েছেন সেখানে।

সাজঘরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ও সেলে চমক হিসেবে রয়েছে তাৎক্ষণিক ছাড়ের সুযোগও। কোনও ক্রেতা পছন্দসই জিনিস কিনলে নির্ধারিত ছাড়ের পরেও অতিরিক্ত ছাড় দিচ্ছেন কোনও কোনও ব্যবসায়ী। আবার কেউ রেখেছেন ফ্রি গিফটের ব্যবস্থা। সবমিলিয়ে জমজমাট এই প্রদর্শনী ও সেলে একবার না গেলে কিন্তু বড় মিস।

Share it