Pt Amiya Ranjan Bandyopadhyay
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সংগীত আচার্য পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্য়োপাধ্যায়। নামটা শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে আপামর শাস্ত্রীয় সংগীতপ্রেমী মানুষের। বিষ্ণুপুর ঘরানার অন্যতম পুরনো এই শাস্ত্রীয় সংগীত শিল্পীর জীবন নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। বুধবার নন্দনে তাঁকে নিয়ে নির্মিত সেই তথ্যচিত্রের প্রদর্শনীতে হাজির ছিলেন বাংলার দিকপাল বিদ্বজ্জনেরা।

৯৬ বছরের এই বৃদ্ধ শাস্ত্রীয় সংগীত শিল্পী জীবন নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন নন্দিনী চক্রবর্তী। পরিচালক মৃণ্ময় নন্দী। নন্দন-৩ সভাঘরে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত কুমার বোস, বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য ও বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ।

‘চরৈবেতি চরৈবেতি’ নামের এই তথ্যচিত্রটির দৈর্ঘ্য় ৩২ মিনিটের। এতে ভাষ্য পাঠ করেছেন মধুমন্তী মৈত্র। বুধবার অনুষ্ঠান সংযোজনাতেও ছিলেন তিনি। ১৯ বছর বয়স থেকে পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জীবনকে সেলুলয়েডে বেঁধেছেন সত্যজিৎ রায় ফিল্ম ইন্সস্টিটিউটের প্রাক্তনী পরিচালক মৃন্ময় নন্দী। উঠে এসেছে টেগোর ক্যাসল স্ট্রিট থেকে ২৮ নম্বর বৃন্দাবন বসাক স্ট্রিটের বাড়ি। যেখানে শৈশবের আটটি বছর কাটিয়েছিলেন সংগীত আচার্য। ক্যামেরায় ধরা পড়েছে ভাগ্যকুলের সেই ভবনটিও। সেখানে কৈশোর যাপন করেছিলেন অমিয় রঞ্জন বন্দ্য়োপাধ্যায়। এছাড়াও তাঁর বিভিন্ন কনসার্টের অংশবিশেষ ও সল্টলেকের বসতবাড়িকেও তুলে ধরা হয়েছে সেলুলয়েডে। দীর্ঘ ৪০ বছর ধরে এই বাড়িতেই বসবাস করছেন তিনি।

Share it