Winners of Motovolt Lucky Draw Mahotsav contest rides back in E Cycles
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রোজ রোজ ভুরিভোজ করেও ফিট রাখা যায় নিজেকে। কীভাবে? ভালো খাবারের পাশাপাশি অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সাইক্লিংয়ের জুড়ি মেলা ভার। আর সেই সাইকেল যদি হয় ইকো ফ্রেন্ডলি তাহলে তো কথাই নেই। আউধের বিরিয়ানির পাশাপাশি মোটোভোল্টের ই-সাইকেল (E-Cycle) যেন রাজযোটক।

লাকি ড্রয়ের বিজয়ীরা
লাকি ড্রয়ের বিজয়ীরা

শুক্রবার মোটোভোল্ট (Motovolt) লাকি ড্র মহোৎসব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল ই-সাইকেল। উপস্থিত ছিলেন মোটোভোল্ট মোবিলিটি প্রাইভেট লিমিলেটের উচ্চপদস্থ কর্তা মনোহর বেথাপুড়ি, আউধ 1590-এর যুগ্ম কর্ণধার শিলাদিত্য চৌধুরী ও দেবাদিত্য চৌধুরী। এছাড়াও জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

মোটোভোল্ট ও আউধের যৌথ উদ্যোগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রেস্তোরাঁটির শহরের বিভিন্ন আউটলেটে। সেখান থেকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে ৩ জন বিজয়ীকে। শুক্রবার আউধ 1590-এর দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কের রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে মোটোভোল্ট আইস ব্র্যান্ডের ই-সাইকেল তুলে দেওয়া হয়।

অভিনেত্রী দেবলীনা কুমার রোজ ৩০ থেকে ৫০ কিলোমিটার সাইক্লিং করতে পছন্দ করেন। নিউজ ওয়েভ ইন্ডিয়াকে জানালেন, তিনি নিজে স্বাস্থ্য সচেতন হলেও একজন ফুড লাভারও। ফলে ভালো খাবারের পাশাপাশি নিয়মিত সাইক্লিং করেন, শরীরচর্চা করেন। আর আউধ 1590-এর বিরিয়ানী তাঁর বিশেষ ফেভারিট। সপ্তাহে তিন থেকে চারদিন তাঁর বিরিয়ানি চাই-ই চাই। ফলে ক্যালোরি গেইন করলেও আবার ঝরিয়ে ফেলতেও তাঁর সমস্যা নেই। সেইসঙ্গে পরিবেশ সচেতনতায় ই-সাইকেলের গুরুত্বও এখন অনেক বেড়েছে। মোটোভোল্ট ও আউধ 1590-কে তিনি ধন্যবাদ দিয়েছেন এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের জন্য।

মোটোভোল্ট মোবিলিটি প্রাইভেট লিমিটেডের গ্রোথ অ্যান্ড কর্পোরেট স্ট্র্যাটেজির হেড মনোহর বেথাপুড়ি বলেছেন, “এই ধরনের সাইকেল একেবারেই পরিবেশবান্ধব হওয়ায় সাধারণ মানুষের কাছে দ্রুত গ্রহণযোগ্য হয়ে উঠছে। আগামীদিনে ই-সাইকেলের চাহিদা আরও বাড়বে।”

Oudh 1590-এর যুগ্ম কর্ণধার শিলাদিত্য চৌধুরী বলেন, “মানুষকে খেতেও হবে আবার ফিটও থাকতে হবে। তাই মোটোভোল্টের সঙ্গে যৌথভাবে এই ধরনের কনটেস্টের আয়োজন করা হয়েছিল। আর কোভিডের সময় থেকেই সাইকেলের গুরুত্ব বেড়েছে। ফলে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে ভালো লেগেছে।”

পরিবেশ বান্ধব ই-সাইকেল তৈরির দেশজ সংস্থাগুলির মধ্যে মোটোভোল্ট মোবিলিটি অন্যতম। পেট্রোল-ডিজেল সহ জ্বালানির মূল্য অস্বাভাবিক হারে বেড়ে চলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ই-সাইকেলের ব্যবহার। নিজেকে ফিট রাখার জন্য যেমন সাইক্লিংয়ের বিকল্প নেই তেমনই ভুরিভোজের জন্যও বিকল্প নেই Audh 1590-এর। শহরবাসীকে সেই be foody and stay healthy মন্ত্র আরও একবার স্মরণ করিয়ে দিল মোটোভোল্ট মোবিলিটি ও আউধ 1590।

Share it