প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো
Share it

উত্তর কলকাতার কেষ্টপুর প্রফুল্ল কানন অধীবাসী বৃন্দের পুজো এবার ১৮ বছরে পা দিল। নজর কাড়া থিমের জন্য খ্যাত এখানকার দুর্গাপুজো। প্রতিবারই সামাজিক বার্তা দিতে জোর দেওয়া হয় থিমে। শিল্পী স্বপন চক্রবর্তী তত্ত্বাবধানে এবারে প্রফুল্ল কানন অধীবাসী বৃন্দের পুজোর থিম ‘আঁধার থেকে আলোর সন্ধানে’।

প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো
প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো (থিম-আঁধার থেকে আলোর সন্ধানে)

করোনার আবির্ভাবে থেমে গেছে গোটা বিশ্ব। দেশে ধাপে ধাপে জারি করা হয়েছে লকডাউন। তারই মাঝে রাতের পর রাতে পায়ে হেঁটে ঘরে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকরা। এবার মায়ের আগমনে বধ হবে করোনা ভাইরাস। স্বাভাবিক হবে জনজীবন। এই আশায় এখানে পুজোর থিম ‘আঁধার থেকে আলোর সন্ধানে’।

প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো
প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো (থিম-আঁধার থেকে আলোর সন্ধানে)

পাড়ার বয়স্কদের উদ্যোগে ২০০৩ সালে শুরু হয় প্রফুল্ল কানন অধীবাসী বৃন্দের পুজো। পরে ২০১১ সালে প্রবীণরা পুজোর দায়িত্বভার তুলে দেন তরুণদের হাতে। তারপরের বছর অর্থাৎ ২০১২ সালে আর্ট কলেজের পড়ুয়াদের নিয়ে এখানে সূচনা হয় থিম পুজোর। সেবার পুরস্কারও জিতে নেন উদ্যোক্তারা। এরপর রূপচাঁদ কুণ্ডু, পূর্ণেন্দু দে-র মতো থিম মেকারদের হাতে বাড়তে থাকে এখানকার পুজোর জৌলুস। ২০১৭ সালে এই পুজো মণ্ডপের ‘রাঙা মাটি’র থিম জিতে নেয় এশিয়ান পেন্টস শারদ সম্মান।

প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো
প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো (থিম-আঁধার থেকে আলোর সন্ধানে)

তবে অন্যবারের থেকে এবারের পুজোর প্রস্তুতি অনেকটাই আলাদা। অন্যান্য বছর পুজোর বাজেট থাকে ২৫ থেকে ৩০ লাখ টাকা। এবার মেরে কেটে পুজোর বাজোট দাঁড়িয়েছে পাঁচ লাখে। করোনার কারণে এবার পুজো প্রস্তুতি নেওয়া হয়েছে ছোটো করে। অর্থাৎ পুজোর বাজেট কাটছাঁট করা হয়েছে। কারণ, পুজো ফান্ডের টাকা ব্যয় করা হচ্ছে সামাজিক প্রকল্পে।

প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো
প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো (থিম-আঁধার থেকে আলোর সন্ধানে)

ক্লাবের সচিব রঞ্জিত চক্রবর্তী বলেন, “অসময়ে সমাজসেবামূলক কাজ করে মানুষের পাশে থাকাটাই কর্তব্য। তাই আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা। এছাড়া বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী, ত্রিপল, ম্যাট। করোনা প্যানডেমিক পরিস্থিতিতেও নেওয়া হয়েছে সবমাজসেবামূলক পদক্ষেপ। করোনা চিকিৎসকায় অক্সিজেন সিলিন্ডার ভীষণ প্রয়োজন। তাই ক্লাবের ফান্ড থেকে কেনা হয়েছে তিনটি অক্সিজেন সিলিন্ডার। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে সেগুলি। ”

প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো
প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো (থিম-আঁধার থেকে আলোর সন্ধানে)

করোনা পরিস্থিতিতেও মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে প্রফুল্লকানান পুজো কমিটি। তাই পুজোর বাজেটের অধিকাংশটাই এবার ব্যয় করা হয়েছে স্থানীয়দের চিকিৎসা পরিষেবায়। স্থানীয় যেসব বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছে তাঁদের বাড়ি বাড়ি চিকিৎসক নিয়ে গিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে ক্লাবের তরফে।

প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো
প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো (থিম-আঁধার থেকে আলোর সন্ধানে)

মহালয়ায় খুঁটি পুজো করে শুরু হয়েছে পুজো প্রস্তুতি। ঠাকুরের কাঠামো তৈরি হয়েছে কুমোরটুলিতে। প্রতিমা শিল্পী নবকুমার পাল।

Share it