মহাষষ্ঠীর সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দুর্গাপুজোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবাসীর মন জয়ের চেষ্টায় বক্তৃতার শুরুই করলেন বাংলা বলে। কখনও রবীন্দ্রনাথের ভাষায় বাংলার বন্দনা। তো কখনও দুর্গাস্তব পাঠ করে তার অর্থ বিশ্লেষণ করলেন নমো। বিভিন্ন ক্ষেত্রের বাঙালি কৃতীদের নাম নিয়ে তুলে ধরতে চাইলেন বাংলার সাংস্কৃতিক গরিমা।
Feeling blessed to be a part of Maa Durga Pujo’s Mahashashti celebrations. https://t.co/i2BHHu33jX
— Narendra Modi (@narendramodi) October 22, 2020
ভার্চুয়াল অনুষ্ঠানের শুরু হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম ও বাবুল সুপ্রিয়র গান দিয়ে। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খাদির পাঞ্জাবি এবং ধুতি পরে। তিনি বলেন, “আপনাদের সকলকে জানাই শ্রী শ্রী দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো এবং দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজোর এই পবিত্র সময়ে আপনাদের কাছে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এত মানুষের উত্সাহ দেখে মনে হচ্ছে যেন দিল্লিতে নয়, কলকাতাতেই আছি। এই কটা দিন গোটা দেশই যেন বাংলাময় হয়ে যায়। দুর্গাপূজো (Durga Pujo) দেশের একতার পুজো, দেশের সম্পূর্ণতার প্রতীক।”
We are continuously working for the fast development of the state of West Bengal. Under Pradhan Mantri Awas Yojana, houses have been constructed for around 30 lakh poor people. Over 90 lakh free gas connections given under Pradhan Mantri Ujjwala Yojana: PM Narendra Modi pic.twitter.com/JZKOIFbZrZ
— ANI (@ANI) October 22, 2020
শুভেচ্ছাবার্তা দেওয়ার মাঝে কেন্দ্রীয় প্রকল্পগুলির কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই প্রকল্পগুলি বাংলা ও বাঙালির জীবন ও জীবিকার উন্নতিতে অনেক সহায়তা করেছে। জনধন যোজনা থেকে শুরু করে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি সরকারি টাকা পৌঁছে দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন নমো। প্রধানমন্ত্রী বলেন, “বাংলার মানুষ আগেও দেশকে পথ দেখিয়েছেন। এখনও দেখাচ্ছেন। বাংলার অতীত গৌরবের। আমার বিশ্বাস, বাংলা ভবিষ্যতেও দেশকে এগিয়ে নিয়ে যাবে।”