নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভারতীয় সংগীত জগতে ইন্দ্রপতন ঘটে গেল রবিবারের সন্ধ্যায়। ইহলোকের মায়া কাটিয়ে সুরলোকে চলে গেলেন দেশের কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ জাকির হোসেন। সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে ৭৩ বছরে বয়সে জীবনদ্বীপ নির্বাপিত হয় উস্তাদ আল্লা রাখা খানের সুযোগ্য পুত্রের।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবারই তাঁকে সানফ্রান্সিসকোর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই রক্তের উচ্চচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। পদ্ম সম্মান প্রাপ্ত এই যন্ত্রশিল্পী সানফ্রান্সিসকোয় একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। উস্তাদ জাকির হোসেনের শারীরিক অসুস্থতার খবর পেয়ে দেশ বিদেশে ছড়িয়ে থাকা অগণিত অনুরাগী তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন।
১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম হয়েছিল জাকির হোসেনের। মাত্র তিন বছর বয়সে তবলায় হাতে খড়ি তাঁর। খুব ছোটো বয়স থেকেই কিংবদন্তি বাবাকে ছাড়াই মঞ্চানুষ্ঠান করতেন তিনি। তাঁর আঙুলের স্পর্শে তবলার লহরিতে আন্দোলিত হত কোটি কোটি অনুরাগীর মন ও শরীর। ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও পেয়েছেন দেশবিদেশের বহু মূল্যবান সম্মান। ২০২৪ সালে পেয়েছেন গ্র্যামি পুরস্কারও। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেব ভারতীয় ব্যান্ড শক্তির মিউজিক্যাল অ্যালবাম ‘দিজ মুমেন্ট’-এর জন্য আসে এই গ্র্যামি পুরস্কার। অনন্য গুণের পাশাপাশি আকর্ষণীয় রূপ ছিল তাঁর। টেলিভিশনেও একটা সময়ে জনপ্রিয় বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করেছেন তিনি।