MONO ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্য
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এক চিত্রশিল্পীর সাফল্যের নেপথ্যে তাঁর মানসিক অবসাদ ও যন্ত্রণার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে মুক্তি প্রতীক্ষিত বাংলা ছবি ‘MONO’। ছবির পরিচালক অভিনব হালদার। ASK Entertainment ব্যানারে ছবির প্রযোজনা করেছেন সঈফুল ইসলাম খান। জাপানি শব্দ ‘MONO’ থেকে নেওয়া হয়েছে এই ছবির শিরোনাম।

নতুন এই বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিন্দিতা ব্যানার্জী রায়, তনুশ্রী শা, অয়নজিৎ সেন এবং অভিনব হালদারকে। ছবির সিনেমাটোগ্রাফি শুভজিৎ ভৌমিক এবং সংগীত পরিচালনা ও গীতরচনা জয় দাসের।

চিত্রশিল্পী সুজয়ার একটি প্রদর্শনী ব্যাপকভাবে প্রশংসিত হয়। রাতারাতি বিখ্যাত হয়ে যান সুজয়া। কিন্তু, তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছে একরাশ অবসাদ, যন্ত্রণা। কী সেই যন্ত্রণা? কেন মানসিকভাবে অবসাদগ্রস্ত সুজয়া? সেই অজানা প্রশ্নের উত্তর পেতে গেলে দেখতে হবে ‘MONO’। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি জানা যাবে মুক্তির দিনক্ষণ।

Share it