জ্যাকলিন ফার্নান্ডেজ
Share it

ইন্সটাগ্রামে ৪৬ মিলিয়ন ফলোয়ার পেরিয়েছেন সদ্য। আর এই বিষয়কে সেলিব্রেট করতে নিজের টপলেস ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। একটা, দুটো নয়, তিন তিনটে হট ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী। যা রীতিমত ঝড় তুলেছে পুরুষ হৃদয়ে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভালোবাসার বার্তার ঢেউ আছড়ে পড়েছে।

জ্যাকলিন ফার্নান্ডেজ
টপ লেস ফোটোশুটে জ্যাকলিন ফার্নান্ডেজ

ইন্সটাগ্রামে ৪৬ মিলিয়ন ফলোয়ার সংখ্যা পেরোনোয় এভাবেই ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন স্মাইল কুইন। ছবিগুলিতে ‘কিক’ অভিনেত্রীকে দেখা গেছে গোলাপি হলুদ ও সাদা গোলাপে বক্ষদেশ ঢেকে থাকতে। দেহের ঊর্ধ্বাংশ যে অনাবৃত তা স্পষ্ট। নিম্নাংশে পরিহিত সাদা ট্রাউজার। একটি সুন্দর দুধসাদা ব্যাকগ্রাউন্ডের সামনে ফটোশুট করেছেন বলিউড অভিনেত্রী। ছবির সঙ্গে বার্তায় ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন,”আপনাদের ভালোবাসি, সবাইকে ধন্যবাদ।”

টপ লেস ফোটোশুটে জ্যাকলিন ফার্নান্ডেজ
টপ লেস ফোটোশুটে জ্যাকলিন ফার্নান্ডেজ

গত সপ্তাহেই লকডাউনের পর নতুন করে কাজ শুরু করেছেন জ্যাকস। সাত মাস পর শুরু করেছেন শুটিং।

Share it