নিউজ ওয়েভ ইন্ডিয়া: লহরী পেশায় লেখক। তাঁর স্বামী অপূর্ব প্রথম বিবাহবার্ষিকীর রাতেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই রাতেই মৃত্যু হয় মল্লিকা নামের এক নাম করা প্রকাশকের। সেখান থেকেই গল্পে আসে নয়া মোড়। শুরু হয় তদন্ত। একের পর এক ঘটনায় রহস্যের জালে জড়িয়ে পড়ে গল্পের চরিত্ররা। তদন্তে উঠে আসে একের পর এক নয়া তথ্য। ছবির নাম ‘অন্তর্জাল’। রহস্য রোমাঞ্চে ভরা হাড়-হিম করা একটি ছবি দর্শকদের জন্য বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক প্রার্জুন মজুমদার। লহরীর চরিত্রে অভিনয় করেছেন কৌশানী। বনিকে দেখা যাবে তাঁর স্বামী অপূর্বের ভূমিকায়। বাস্তবের প্রেমিক যুগল এবার অনস্ক্রিন দম্পতি।
রবিবার শহরের একটি রেস্তোরাঁয় হয়ে গেল ছবির পোস্টার, ট্রেলার ও মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা। Pandey Motion Pictures-এর ব্যানারে ছবির প্রযোজনা করেছেন মুকেশ পাণ্ডে। পরিচালক প্রার্জুন জানালেন, বনি-কৌশানীর মতো রোম্যান্টিক জুটিকে এই ছবিতে একেবারে অন্যরকম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
বনি ও কৌশানী জুটি একসঙ্গে অনুষ্ঠানে থাকবেন আর খুটসুঁটি হবে না তাও কী আবার হয় ! আড়াই বছর পর বড়পর্দায় ফের একসঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। এটা নিয়ে দারুন উচ্ছ্বসিত বনি ও কৌশানী।
বনি-কৌশানীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জি, সৌমাল্য দত্ত, ত্রিপর্ণা সহ একাধিক অভিনেতারা। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে ‘অন্তর্জাল’। চলতি বছরে ব্যাক টু ব্যাক রিলিজ করতে চলেছে বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের একাধিক ছবি। ‘রাতের শহর’, ‘শুভ বিজয়া’র মতো ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়।