হৃদপিণ্ড ছবির প্রিমিয়ারে তারকারা
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রেমের গল্প। তবে অন্যরকম প্রেম। শুক্রবার মুক্তি পেল বাংলা ছবি ‘হৃদপিণ্ড’। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্স-এ প্রিমিয়ার শো-এ হাজির ছিলেন ছবির অভিনেতা থেকে শুরু করে কলাকুশলী সকলেই। কোভিড পরিস্থিতির জেরে দু-বছর পিছিয়ে যায় এই ছবির রিলিজ। তবে ছবি মুক্তি পেতে দেরি হলেও বহু আগেই মুক্তিপ্রাপ্ত ছবির গান ‘মন কেমনের জন্মদিন’ গানটি সাড়া ফেলেছে বাঙালিদের মধ্যে।

অর্পিতা চট্টোপাধ্যায়
অর্পিতা চট্টোপাধ্যায়

আর্যা, সোমক ও ঋক এই তিনজনকে নিয়ে প্রেমের গল্প আবর্তিত হয়েছে। বিবাহিতা আর্যা সায়েন্স কলেজের লেকচারার। সম্ভ্রান্ত ঘরের ছেলে সোমকের সঙ্গে তাঁর দাম্পত্য ভালোই কাটছিল যতদিন না পর্যন্ত ঋকের সঙ্গে আর্যার দেখা হয়। ঋকের প্রেমে হাবুডুবু অবস্থা হয় আর্যার। আবেগের গভীরতা বাধা মানে না। এই পরিস্থিতি থেকে আর কী কখনও বেরিয়ে আসতে পারবে আর্যা? নাকি নতুন ভালোবাসার কাছে চিরজীবনের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে আর্যাকে? দেখতে হবে ‘হৃদপিণ্ড’।
হৃদপিণ্ড ছবির একটি দৃশ্য
হৃদপিণ্ড ছবির একটি দৃশ্য

প্রিমিয়ার শোয়ে হাজির ছবির নায়িকা অর্পিতা চট্টোপাধ্যায় বলেন, তাঁর চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। তাই দর্শকদের কেমন লাগছে তা জানতে খুবই টেনশনে আছেন তিনি।

ছবির অন্যতম নায়ক সাহেব চট্টোপাধ্যায় দর্শকদের অনুরোধ করেন ছবিটি হলে এসে দেখার জন্য।

ছবির অপর নায়ক প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। প্রিমিয়ারে তিনি বলেন যে, ভুল হয়ে গেছে, কারোর ভালো লাগেনি, Dull প্রতিক্রিয়া সকলের, কাঁদতে কাঁদতে বের হচ্ছে সবাই।

ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক এর আগেও সোয়েটারের মতো সুপারহিট সিনেমা বানিয়েছেন। এবার ‘হৃদপিণ্ড’ ছবিটিতে একটু অন্য ধরনের প্রেমের গল্প বলতে চেয়েছেন পরিচালক। তিনিও বলেন, অনেকেই চোখে জল নিয়ে হল থেকে বেরোচ্ছেন।

এই ছবির সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। মেখলা দাশগুপ্তর গলায় রোম্যান্টিক গান ‘মন কেমনের জন্মদিন’ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে বাঙালি শ্রোতাদের কাছে। মেখলা ছাড়াও ছবিতে গান গেয়েছেন দুর্ণিবার সাহা, রণজয় ভট্টাচার্য ও চন্দ্রিকা ভট্টাচার্য।

অরুণাচলের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই সিনেমার শ্যুটিং হয়েছে। সেটাও এই ছবির একটা অন্যতম আকর্ষণ। করোনা অতিমারির কারণে দীর্ঘ দু-বছর আটকে ছিল হৃদপিণ্ড ছবির মুক্তি। অবশেষে সব বাধা কাটিয়ে মুক্তি পেয়েছে শিলাদিত্য় মৌলিকের ছবি ‘হৃদপিণ্ড’। সোয়েটারের পর এই ছবিও বাঙালি দর্শকদের ভালো লাগবে বলে তাঁর আশা।

Share it