শাওন'স -এর উদ্বোধনী অনুষ্ঠানে রক্তিম গোস্বামী, শাওন, অভিনেত্রী দেবলীনা কুমার, দেবযানী চ্যাটার্জি, শাঁওলি চট্টোপাধ্যায় ও আরও অনেকে
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দক্ষিণ কলকাতার বিজয়গড়ে নতুন শাখা খুলল বিউটি অ্যান্ড হেয়ার সাঁলো ‘শাওন’স। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা। ‘শাওন’স-এর অন্যান্য শাখার মত এখানেও থাকছে রূপচর্চা, রূপসজ্জা এবং কেশসজ্জার বিভিন্ন সামগ্রী এবং উন্নত পদ্ধতিতে রূপসজ্জা ও কেশসজ্জার বিশেষ ব্যবস্থা।

প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করছেন দেবযানী চ্যাটার্জী
প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করছেন দেবযানী চ্যাটার্জী

শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে শাওন’স -এর কর্ণধার রক্তিম গোস্বামী, শাওন ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার, দেবযানী চ্যাটার্জি, শাঁওলি চট্টোপাধ্যায়। এ ছাড়াও আরও অনেক তারকারা হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে। কেক কেটে ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শাখার উদ্বোধন করেন তাঁরা।

অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার
অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার

শাওন’স -এর কর্ণধার রক্তিম গোস্বামী ও শাওন এ বিষয়ে বলেন, “প্রথমে শুধু উত্তর কলকাতায় শাওন’স-এর শাখা খোলা হয়েছিল। তারপর ধীরে ধীরে আরও দু’টি শাখা খোলা হল। কিন্তু, দক্ষিণ কলকাতায় আমাদের কোনও শাখা ছিল না। তাই এজন্য বিজয়গড়কে বেছে নিয়েছি। এর একটা কারণও আছে, এই জায়গাটাকে মনে হয়েছে ফ্যামিলি স্যালোঁর দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। সেই জন্যেই শাওন’স-এর শাখা এখানে খোলা হয়েছে। এখানে সব ধরনের মানুষকে পাব আশা করছি। বিশেষ করে বর্তমান প্রজন্মকে। ভবিষ্যতে আরও ভালো পরিষেবা দেওয়ার বিষয়টিতে নজর থাকবে আমাদের।”

Share it