জনপ্রিয় বলিউড শিল্পী মিলিন্দ গাবার প্রথম লাইভ ইন কনসার্ট ইন্ডিয়া ট্যুর শুরু হচ্ছে
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: লাইভ ইন কনসার্ট ইন্ডিয়া ট্যুর শুরু করছেন জনপ্রিয় গায়ক মিলিন্দ গাবা। এটি তাঁর প্রথম লাইভ ইন কনসার্ট ইন্ডিয়া ট্যুর হতে চলেছে। যার ব্যবস্থাপনায় রয়েছে কলকাতার লাইভ এন্টারটেনমেন্ট কম্পানি ‘Select’। সিলেক্টের উদ্যোগে ২মাসে দেশের আটটি শহরে লাইভ শো করবেন মিলিন্দ গাবা।

সাংবাদিক বৈঠকে মিলিন্দ গাবা
সাংবাদিক বৈঠকে মিলিন্দ গাবা

শুক্রবার বিকেলে শহরের একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করেন মিলিন্দ। তাঁর “Nazar Lag Jayegi”, “She Don’t Know” এবং “Yaar Mod Do” গানের জন্য দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তাঁর “She Don’t Know” গানটির ভিডিও ৫০০ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। কিংবদন্তি শিল্পী KKএর আকস্মিক প্রয়াণ নিয়েও মুখ খুলেছেন মিলিন্দ। তিনি বলেন, “এ ধরনের মৃত্যু সবসময়ই বেদনাদায়ক। অন্যদের মতো আমিও তাঁর গুণমুগ্ধ ভক্ত।”

পোস্টার হাতে মিলিন্দ গাবা

এদিন এই উপলক্ষে পোস্টারও প্রকাশ করেন মিলিন্দ। সাংবাদিক বৈঠকে মিলিন্দ গাবার সঙ্গে ছিলেন সিলেক্ট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবি আগরওয়াল ও প্রতিনিধি গীতেশ শর্মা। তাঁরা বলেন, “আমরা সকলেই মিলিন্দ গাবার মতো জনপ্রিয় শিল্পীর সঙ্গে প্রথম মেগা ইন্ডিয়া ট্যুরের সঙ্গী হতে পেরে আনন্দিত।”

Share it