‘দ্বীপভূমি সুন্দরবন’ বই প্রকাশ অনুষ্ঠান
Share it

সৃজন দে সরকার : ‘আমি জন্ম দেখেছি/ কাছ থেকে দেখেছি মৃত্যুর বীভৎসতা/ …আলো আর আঁধারের হাতছানি-/ সবই আমার দিনযাপনের প্রতিলিপি।’ (হিমাংশু মিশ্রী- পার্থক্য ২) এমন কবিতার ভাষা ধরা দিয়ে যায় এমন একজন কবির কলমে যিনি জীবনের মাটিতে দেখতে পারেন এমন ‘দিনযাপনের প্রতিলিপি’। আবহমানের সেই ‘দিনযাপনের প্রতিলিপি’গুচ্ছ নানা চিন্তার স্বতন্ত্রে ধরা দিয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরেন্দু মণ্ডলের সম্পাদিত ‘দ্বীপভূমি সুন্দরবন’ গ্রন্থের পুরনো-নতুনের মিশেলে ৮৩টি প্রবন্ধে।

‘দ্বীপভূমি সুন্দরবন’
‘দ্বীপভূমি সুন্দরবন’

আধুনিক সভ্যতা যত প্রাবীণ্য অর্জন করছে- ততই রাজনৈতিক, সামাজিক ও অনেকক্ষেত্রেই ভৌগোলিক দায়বদ্ধতায় সুন্দরবনকেন্দ্রিক চিন্তা প্রাধান্য পেয়েছে। তবে, এই সচেতনতা অনেক আগে থেকেই বিকশিত হয়েছিল স্থানীয় বিশেষজ্ঞদের চিন্তায় এবং অনেকাংশেই ব্রিটিশ প্রধানদের উপনিবেশিক স্বচ্ছলতার ভাবনায়। বিদেশিদের মধ্যে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের নাম অগ্রগণ্য। এছাড়া, ভারতীয়দের মধ্যে সতীশচন্দ্র মিত্র, কালিদাস দত্ত, জনাব আব্দুল জলিল, নরোত্তম হালদার, সন্তোষ বর্মণ, শশাঙ্ক মণ্ডল এবং পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল, প্রণবেশ সান্যাল, কল্যাণ রুদ্রের নাম উল্লেখের দাবী রাখে।

সুন্দরবন নিয়ে সংকলন গ্রন্থ এই গ্রন্থের হাত ধরে নতুন নয়, দেবপ্রসাদ জানা ‘শ্রীখণ্ড সুন্দরবন’ শীর্ষক একটি সুবৃহৎ গ্রন্থ ২০০৪সালে সম্পাদনা করেছিলেন। সেখানে নানা বিষয়ের দিক থেকে সুন্দরবনের একটি সামগ্রিক পরিচিতি পাঠক সমাজে হয়েছিল। সেই গ্রন্থকে একটি পূর্ণতর বৃত্তে নির্মাণ করলেন অধ্যাপক বরেন্দু মণ্ডল। দীর্ঘদিন ধরেই তিনি সুন্দরবনের ওপরে গবেষণারত। তাঁর ‘সুন্দরবনের স্মৃতি’ কিংবা ‘সুন্দরবন ও আমাদের কথা’ গ্রন্থ দু’টি সেই ধারার বহিঃপ্রকাশ। তবে, ‘দ্বীপভূমি সুন্দরবন’এ তিনি ১৩টি বিভাগে সাজিয়েছেন ৮৩টি প্রবন্ধ। লেখক তালিকায় রয়েছেন যেমন সুন্দরবনের প্রাজ্ঞ প্রবীণ বিশেষজ্ঞরা, তেমনি রয়েছেন নবীন গবেষকেরা, যাঁরা নিজেদের কাজের ক্ষেত্রে সদা-অগ্রসর হয়ে চলেছেন।

গ্রন্থের বিভাগগুলি হল- প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি, আঞ্চলিক ইতিহাস, সাহিত্য, নারী, নদীবাঁধ, লোকসংস্কৃতি, জলদস্যু, বাঘ, জলবায়ু, জীব-পরিমণ্ডল, শিক্ষা, জীবিকা, উন্নয়ন, কৃষি-অর্থনীতি এবং সংকট ও বিপন্নতা। এরই সঙ্গে সংযুক্ত হয়েছে ‘শুধু সুন্দরবন চর্চা’ পত্রিকা’র সম্পাদক জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী নির্মিত জনগণনার একটি রূপরেখা, আর তিনজন তরুণ গবেষকের প্রচেষ্টায় নিবন্ধিকৃত হয়েছে সামগ্রিক সুন্দরবন বিষয়ক গ্রন্থ, সাহিত্য গ্রন্থ ও পত্র-পত্রিকার তিনটি পূর্ণাঙ্গ পঞ্জী। ১৯৮৭সালে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সুন্দরবনকে নিয়ে সামগ্রিক কোষগ্রন্থ আজও পশ্চিমবঙ্গে আজও দুর্লভ- সেই সংকটের মোচন ঘটেছে ‘দ্বীপভূমি সুন্দরবন’ সামগ্রিক প্রবন্ধাবলীতে। তাই, সম্পাদকীয়তে অধ্যাপক মণ্ডল জানাচ্ছেন, এই গ্রন্থ সুন্দরবনের ইতিহাস নয়- বরং ‘বহুকৌণিক দিক থেকে সুন্দরবনকে দেখা ও সামগ্রিক ভাবে জানার আকাঙ্ক্ষা থেকে…’ নির্মাণ। ঘোড়ামারাগামী নৌকায় ভারতের পতাকা উত্তোলিত অভিজিৎ চক্রবর্তীর একটি আলোকচিত্র সহযোগে গাঙচিলদের উড়ে বেড়ানোয় আশাবাদী- একটি প্রচ্ছদ পরিকল্পনাও সুপ্রযুক্ত হয়েছে।

‘দ্বীপভূমি সুন্দরবন’/ সম্পাদনা বরেন্দু মণ্ডল/ ছোঁয়া, কলকাতা ১২/ ২০২০/ মূল্য ১২৫০

সৃজন দে সরকারের পরিচিতি : (স্নাতকোত্তর, বাংলা বিভাগ এবং বি.এড, শিক্ষাবিজ্ঞান বিভাগ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

Share it