Share it

এবার সত্যি সত্যিই ইস্টবেঙ্গল সমর্থকদের ISL খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। সূত্রের খবর ইনভেস্টরের সঙ্গে চুক্তিও প্রায় পাকা হয়ে গেছে লালহলুদ শিবিরের। আর কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে। একটি সিমেন্ট কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে কলকাতা ময়দানের শতবর্ষ পার করা ক্লাব। শোনা গেছে, ইস্টবেঙ্গলকে এই ইনভেস্টর পাইয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর উদ্যোগেই ISL-এ খেলার স্বপ্ন পূরণ হতে চলছে চলতি মরসুমেই।

কোয়েস চলে যাওয়ার পর নতুন ইনভেস্টর পাওয়ার জন্য রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন East Bengal কর্তারা। একসময় সিঙ্গাপুরের শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গেও সংস্থার সঙ্গেও কথাবার্তা অনেকটাই এগিয়েছিল। কিন্তু, বিনিয়োগ করার আগে ISL খেলার ব্যাপারে নিশ্চয়তা পেতে চেয়েছিলেন সিঙ্গাপুরের বাঙালি শিল্পপতি। যা দিতে পারেননি ইস্টবেঙ্গল কর্তারা।

এবারও ওই সিমেন্ট কম্পানির কর্তারা ইনভেস্টর হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার আগে সেই ISL-এ খেলার নিশ্চয়তা চেয়েছেন। কিন্তু, এই সংস্থাকে সেই নিশ্চয়তা দিতে ক্লাবের তরফে কোনও অসুবিধা হয়নি, তার কারণ, এই সংস্থার সদর দফতর কলকাতায়। ফলে, ইস্টবেঙ্গলের আবেগ সম্পর্কে সবটাই ওয়াকিবহাল সংস্থার কর্তারা। ফলে ক্লাবের সঙ্গে যুক্ত হতে আপত্তি ছিল না কর্তাদের। ইস্টবেঙ্গলের তরফে বলা হয়, ইনভেস্টর হিসেবে যুক্ত হলেই FSDL-এর কাছে ISL খেলার বিষয়ে আবেদন করা হবে। সংস্থার কর্তারা সেকথা মেনে নিয়ে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হওয়ার কাজ শুরু করে দিয়েছেন।

মোটামুটি ভাবে দু’পক্ষের মধ্যে যা কথা হয়েছে, তাতে ৭৬ ভাগ শেয়ার থাকবে সিমেন্ট সংস্থার হাতে। ক্লাবের হাতে থাকবে ২৪ শতাংশ শেয়ার। সব কিছু পাকা হয়ে যাওয়ার পরেও চূড়ান্ত হওয়ার পথে আটকে রয়েছে ক্রিকেট সত্ত্ব। সংস্থার কর্ণধাররা চাইছেন, ফুটবলের পাশাপাশি ক্রিকেট-সহ ক্লাবের সব স্বত্ত্ব কিনে নিতে। ক্লাবের কয়েকজন কর্তা অবশ্য বিষয়টি নিয়ে দোলাচলে রয়েছেন। তবে, সূত্রের খবর,ISL খেলা নিয়ে চাপ ও ক্লাব সমর্থকদের আবেগের দিক ভেবে দেখে হয়ত সমস্ত শর্তই মেনে নেওয়া হবে ইনভেস্টরের। হয়তো চূড়ান্ত ঘোষণাও হয়ে যাবে দু’দিনের মধ্যে।

Share it