কে এল রাহুলের ৮৪ ও জাডেজার ৫৬ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৯৫ রানের লিড নিল ভারত। শনিবার প্রথম ইনিংসে ২৭৮ রানে শেষ হয় ভারতের। শেষের দিকে যশপ্রীত বুমরা করেন ২৫ রান। দশম উইকেটে বুমরা ও সিরাজ ২৬ বলে ৩৩ রান যোগ করেন। অলি রবিনসন ৮৫ রানে ৫ ও অ্যান্ডারসন ৫৪ রানে ৪ উইকেট নেন।
Ravindra Jadeja departs after a brilliant knock of 56.
Live – https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/4wnsULo5kd
— BCCI (@BCCI) August 6, 2021
শুক্রবার তৃতীয় দিনে খেলার শুরুর কিছু সময় পরেই বৃষ্টি নামে। ফলে খেলা থেমে যায়। বেশি সময় ক্রিজে টিঁকতে পারেননি পন্থ। ২৫ রানে অলি রবিনসনের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। একসময় ৯ উইকেটে ২৪৫ রান ছিল ভারতের। সেখান থেকে বুমরাহ ও সিরাজ ২৭৮ রানে নিয়ে যায় ভারতের স্কোর।