বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। এই খবর এখন আর নতুন কিছু নয়। কিন্তু, বার্সা ছাড়ার পর সব থেকে বেশি জল্পনা শুরু হয়ে যে বিষয়টিকে ঘিরে তা হল, এবার মেসির গন্তব্য কোন ক্লাব।
ফুটবল কিংবদন্তিকে পেতে বিশ্বের বেশ কয়েকটি বড় ক্লাবই ঝাঁপিয়েছে। তবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ফরাসী জায়ান্ট ক্লাব পিএসজি। হয়ত কিছুদিনের মধ্যে লিওনেল মেসি ফরাসী জায়ান্ট ক্লাব পিএসজির প্লেয়ার হিসাবে নতুন পথচলা শুরু করবেন। বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি ৭৭৪ ম্যাচে ৬৭২ গোল এবং ৩০৫ টি এসিস্ট করেছেন।
বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক ছিল আত্মীয়তার। বৃহস্পতিবারই মেসির সাথে বার্সার নতুন করে পাঁচ বছরের চুক্তি হওয়ার কথা ছিল। তবে, সবকিছু শেষ মুহূর্তে পালটে যায়, বার্সালোনার সুপার লিগে থাকতে চাওয়ার কারনে।
বার্সেলোনাকে লা লিগা প্রেসিডেন্ট তেবাস মেসি আর সুপার লিগের মধ্যে একটিকে বেছে নিতে বলেছিল। বার্সেলোনা সুপার লিগেই থাকতে চেয়েছে। সুপার লিগে খেলা ক্লাবগুলার বিপক্ষে ফিফা আর উয়েফার স্টেটমেন্ট ছিল এই যে, তাদের ক্লাবের প্লেয়াররা জাতীয় দলে এবং ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না। তাই মেসির বার্সা ত্যাগের এটিও একটি কারন হিসাবে ধরা হচ্ছে।
এছাড়াও, বার্সেলোনার বেতন কাঠামো করোনা পরিস্থিতির কারনে, ক্লাবগুলাকে তাদের প্লেয়ারদের বেতন বছরপ্রতি ২০০ মিলিয়ন ইউরোর মধ্যে রাখতে আদেশ দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট। তাই মেসি বার্সাতে থাকার জন্য তার বেতন ৫০% কমিয়েছিলেন। সেইসাথে পিকে, বুস্কেটস, গ্রিজম্যান, টের স্টেগান এবং সার্জিও রবার্তো তাদের বেতনের ৫০% কমাতে রাজি ছিলেন। তবে বাকিরা রাজি ছিলেন নাহ। আর ডিপাই, আগুয়েরো তো আগে হতেই কম বেতনে রাজি হয়ে বার্সেলোনাতে এসেছেন। তবে বার্সার বাকি প্লেয়াররা বেতন কমাতে রাজি ছিলেন না।
লা লিগা বার্সেলোনা সহ প্রতিটি স্প্যানিশ ক্লাবকে তাদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে CVC নামের এক ব্রিটিশ কোম্পানির হাতে ২০০ মিলিয়ন ইউরো দিচ্ছে। তবে বার্সেলোনা এই টাকা নিতে আগ্রহী নয়। কারন, বার্সেলোনা সুপার লিগে থাকার শর্তে এই টাকা চায়।