Share it

করোনা আক্রান্ত হলেন ইংল্যান্ড সফররত ভারতীয় দলের (Team India) দুই ক্রিকেটার। তবে আশার খবর এটাই যে তাঁরা ভালো আছেন। সংবাদসংস্থা ANI সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত দুই ক্রিকেটারের (Indian Cricketer) মধ্য়েই করোনার কোনও লক্ষণ তেমনভাবে ফুটে না উঠলেও তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে। COVID-19 টেস্টের সময় দুই ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র সামান্য কাশি ও ঠান্ডা লাগার সমস্যা ছিল।

রিপোর্ট পজিটিভ আসার পর দু-জনকেই আসোলেশনে রাখা হয়। তবে কয়েকদিন পর একজনের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে টিম ইন্ডিয়া। অপর একজনের পুনরায় করোনা পরীক্ষা করার কথা আইসোলেশনের দশম দিন অর্থাৎ ১৮ জুলাই।

আইসোলেশন পর্ব কাটিয়ে দু-জনেই দ্রুত সুস্থ হয়ে টিমে যোগ দেবেন বলে আশা করছে ভারতীয় দল। দলীয় সূত্রে জানানো হয়েছে, “এখনও পর্যন্ত দু-জনেই সুস্থ রয়েছেন। তবে রিপোর্ট পজিটিভ আসায় এখন নিয়মিত তাঁদের পরীক্ষা করাতে হবে এবং মেনে চলতে হবে করোনা সংক্রান্ত কঠোর প্রোটোকলও।”

উল্লেখ্য, এবারের ইংল্যান্ড (England) সফরে ২০-২২ জুলাই ওয়ার্ম আপ ম্যাচে অংশ নেবে টিম ইন্ডিয়া। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ইলেভেনের বিরুদ্ধে ওই ম্যাচে অংশ নেবে ভারত। BCCI-এর অনুরোধে এই ম্যাচের আয়োজন করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।

Share it