হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহারাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ BCCI প্রেসিডেন্টকে উডল্যান্ডস হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। প্রিয় দাদাকে দেখতে হাসপাতালের বাইরে ভোরবেলা থেকেই ভীড় জমিয়েছিলেন অগুন্তি ভক্ত, অনুরাগী। তাঁদের অনেকের হাতে ছিল ‘কামব্যাক দাদা’ লেখা প্ল্যাকার্ড।
#WATCH | "I thank the doctors at the hospital for the treatment. I am absolutely fine," says BCCI President Sourav Ganguly after being discharged from Kolkata's Woodlands Hospital. pic.twitter.com/BUwsz5h1FQ
— ANI (@ANI) January 7, 2021
হাসপাতাল থেকে বেরিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন প্রাক্তন ভারত অধিনায়ক। উপস্থিত অনুরাগীদের অনুরোধে হাতে তুলে নেন মাইক। উডল্যান্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। বলেন, “এতদিন যাঁরা তাঁর মঙ্গল কামনা করেছেন, এখানে থেকেছেন ধন্যবাদ তাঁদেরও। আই অ্যাম রেডি টু ফ্লাই সুন।”
BCCI প্রেসিডেন্টের জন্য হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছিল তাঁর গাড়ি। ছিল পাইলট কারের আয়োজন। বুধবাররই তাঁর ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু, আরও একটা দিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন সৌরভ। তাঁর ছুটির জন্য হাসপাতাল চত্বরে জারি ছিল কড়া নিরাপত্তা।