Share it

বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মালিক হলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। এরফলে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় এখন চতুর্থ স্থানে তিনি। তাঁর আগে মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে। পাকিস্তানের আজহার আলিকে আউট করে ৬০০ উইকেট পূরণ করেন ইংল্যান্ডের সুইং সম্রাট জেমস অ্যান্ডারসন।

সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের পঞ্চম দিন এই বিরল নজির গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার। সাদা পোশাকের ক্রিকেটে আজ থেকে প্রায় ১৭ বছর আগে মার্ক ভারমিউলেনের উইকেট দিয়ে শুরু। নিজের টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট স্পর্শ করতে অ্যান্ডারসনের লেগেছে পাঁচ বছর। অ্যান্ডারসনের ৫০০তম শিকার ক্রেগ ব্রাথওয়েট। তাঁর সতীর্থ স্টুয়ার্ট ব্রডেরও ৫০০তম শিকার এই ক্যারিবিয়ান ওপেনার।

প্রথম ইনিংসে ৫ উইকেটের পর অ্যান্ডারসন দ্বিতীয় ইনিংসে এর আগে নিয়েছিলেন একটি উইকেট, দাঁড়িয়ে ছিলেন ৫৯৯ উইকেটে। অবশ্য মাইলফলকে তিনি যেতে পারতেন আরও আগেই, তার বলে সহজ ৪টি ক্যাচ ফেলেছিলেন ইংল্যান্ডের ফিল্ডাররা।

Share it