শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগে থানায় ডেকে পাঠানো হল এক যুবককে। অভিযুক্তের নাম সাজিদ খান ওরফে ফিদা হোসেন। তিনি বীরভূম জেলার বোলপুরের বাসিন্দা। সাংসদকে অশোভনীয়ভাবেভাবে নকল করে তাঁর মিম শেয়ার করার অভিযোগে ওই ইউটিউবারকে আটক করে শ্রীরামপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, জুন মাসে শ্রীরামপুর শহর তৃণমূলের কার্যকরী সভাপতি সন্তোষ কুমার সিং শ্রীরামপুর থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানান, সাংসদের নামে অশোভনীয় মিমিক্রি করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন সাজিদ। এতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করেছেন ওই ইউটিউবার। এরপর তদন্তে নেমে সাজিদের হদিশ পায় পুলিশ। নোটিশ পাঠানো হয় তাঁকে।
শুক্রবার শ্রীরামপুর থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে সাজিদ অন্যায় স্বীকার করে নেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়েও বেশ কয়েকটি মিম বানিয়েছেন সাজিদ। তাঁর তৈরি ভিডিও পোস্টগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।