উদ্ধার হওয়া তাজা বোমা
Share it

তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আমডাঙায়। আজ সকালে ৯টি তাজা বোমা উদ্ধার হয় আমডাঙ্গা থানা এলাকার বাবপুর গ্রামে। স্থানীয় জনৈক দোকানদারের বাড়িতে তিনটে, আর এক গ্রামবাসীর বাড়িতে দুটো, আর ক্লাবে চারটে বোমা পাওয়া যায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। ISF নেতা ও মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের পরাজিত সংযুক্ত মোর্চা প্রার্থী বিশ্বজিত মাইতি এই ঘটনায় আক্রমণ করেছেন শাসক দলকে। অন্যদিকে স্থানীয় তৃণমূল উপপ্রধান মধুমিতা গুপ্ত যাবতীয় উত্তেজনা ও অন্যায়কে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন বিশ্বজিৎ মাইতির বিরুদ্ধে। উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করেছেন তৃণমূল উপপ্রধান।

গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল এলাকায়। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রথীন ঘোষের ছবিতে আপত্তিকর মন্তব্যকে ঘিরে উত্তেজনা ছড়ায়। গণতন্ত্রের কণ্ঠ রোধ করতেই বাড়িতে বোমা মজুত করা হচ্ছে বলে অভিযোগ ISF নেতা বিশ্বজিৎ মাইতির। তাঁর কটাক্ষ, ‘এটাই এখন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি’।

পাল্টা তৃণমূল নেত্রী মধুমিতা গুপ্ত বলছেন এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা প্রয়োজন। তৃণমূল কংগ্রেস অন্যায়ের প্রতিবাদ করেছে। তাঁদের দলের সম্মানীয় নেতার ভাবমূর্তি নষ্ট করার অসৎ চেষ্টা চলছে। তাঁরা প্রতিবাদ করেছেন বলেই এলাকার উত্তেজনা ছড়াতে বিরোধীরা বোমা মজুত করে এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে।

Share it