Share it

চিকিৎসায় গাফিলতির জন্য রোগী মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

রোগীর পরিবারের অভিযোগ, মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রথীন চক্রবর্তীকে শনিবার রাতে ভর্তি করা হয় ওই নার্সিংহোমে। পরে ICU-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু সারারাত ICU-তে কোনও চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ।

মৃতের শ্যালক রাহুল সেন ও স্ত্রী অলিভিয়া চক্রবর্তীর দাবি, রাতে বহুবার কোনও চিকিৎসককে জরুরি ভিত্তিতে কল করতে বলা হলেও নার্সিংহোম থেকে তা করা হয়নি। এমনকী রোগী কখন মারা গেছেন তাও জানানো হয়নি বাড়িতে। সকালে বাড়ির লোকজনকে বলা হয় রোগী মারা গেছে।

এছাড়া শুধুমাত্র রাতটুকুর জন্য এক লাখ ৬০ হাজার টাকা বিল ধরানো হয়। রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে নার্সিংহোমে কর্মরত নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দুর্ব্যবহার করে বলেও অভিযোগ।
মৃতের পরিবারের দাবি, অবিলম্বে উপযুক্ত তদন্ত করে নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিশ।

তবে এবিষয়ে নার্সিংহোমের মালিক চিকিৎসক কাঞ্চন ধাড়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি রোগী দেখতে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

Share it