চন্দননগর গোন্দলপাড়া জুট মিল
Share it

বন্ধ হয়ে গেল আরও একটি জুট মিল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস পড়ল চন্দননগর গোন্দলপাড়া জুট মিলের গেটে। উৎপাদন কম হচ্ছে। এই যুক্তি দেখিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় জুট মিল কর্তৃপক্ষ। এই ঘটনায় প্রায় চার হাজার শ্রমিক কর্মহীন হলেন। সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে এই নোটিস দেখতে পান। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

গত সপ্তাহেও গোন্দলপাড়া জুট মিলে এই রকম একটি নোটিস পড়েছিল বলে জানা গেছে। কিন্তু, শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপে মিল কর্তৃপক্ষ কারখানা চালু রাখতে বাধ্য হয়। সোমবার ফের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চন্দননগর থানার পুলিশ।

এক মিল শ্রমিক জানান, কর্তৃপক্ষ সাতশো বেল্ট উৎপাদন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু, শ্রমিকরা জানান, তারা পাঁচশো বেল্ট উৎপাদন করতে পারবেন। কিন্তু, ঘটনাচক্রে শ্রমিকরা চারশো বেল্ট উৎপাদন করেন। এই ঘটনায় কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয়। তার থেকেই সমস্যা তৈরি হয়। এই প্রসঙ্গে CITU নেতা সমীর চ্যাটার্জী বলেন, “মিল কর্তৃপক্ষ গা জোয়ারি মনোভাব দেখাচ্ছে। প্রয়োজনের থেকে অনেক বেশি উৎপাদন করার জন্য শ্রমিকদের নির্দেশ দিয়েছে। যেটা বাস্তবে সম্ভব নয়। প্রয়োজনে আমরা ট্রেড ইউনিয়ন হিসেবে আন্দোলনে নামব।”

যদিও এই বিষয়ে জানতে মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তাই মিল কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।

Share it