Mukul Roy with his wife
Share it

প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় কৃষ্ণা রায়ের। কয়েকদিন আগেই চিকিৎসার জন্য তাঁকে কলকাতা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল। করোনা হয়েছিল তাঁর। তারপর থেকেই বিভিন্নরকম শারীরিক জটিলতা দেখা দিয়েছিল।

মঙ্গলবার ভোররাতে চেন্নাইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন কৃষ্ণা রায়। চিকিৎসকরা চেষ্টা করেও তাঁকে ফেরাতে পারেননি। মৃত্যুর সময় মায়ের পাশে ছিলেন ছেলে শুভ্রাংশু রায়। তবে ছেলে চেন্নাইয়ে গেলেও মুকুল রায় কলকাতাতেই ছিলেন। বুধবার মায়ের দেহ নিয়ে কলকাতায় ফিরতে পারেন শুভ্রাংশু রায়।

মুকুল রায়ের স্ত্রী বিয়োগের খবর পেয়ে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তায় তিনি বলেছেন, “বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তিনি মানুষের ভালো চাইতেন। আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং
পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

১১ মে করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে কৃষ্ণা রায়কে হাসপাতালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিয়েছিলেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

Share it