জাভার উগুয়েভের কাছে হেরে টোকিও অলিম্পিক্সে রূপো পদক পেলেন কুস্তিগীর রবি কুমার দাহিয়া। ফাইনাল রাউন্ডে ৪-৭ হেরে যান তিনি।
Silver 🥈 For INDIA 🇮🇳
Ravi Kumar Dahiya bags Silver medal in Men's freestyle 57Kg #Wrestling; Loses to Zavur Uguev 4-7 in the final bout.
▪️Fifth medal for India in #TokyoOlympics
CONGRATULATIONS #Tokyo2020 #RaviKumarDahiya #RaviDahiya pic.twitter.com/5BZd5psUGz
— All India Radio News (@airnewsalerts) August 5, 2021
আজকের ম্যাচে শুরু থেকে কিছুটা পিছিয়ে ছিলেন রবি। বিশেষজ্ঞদের মতে, রবির অভিজ্ঞতা কম হওয়ার তাঁর সোনা হাতছাড়া হল। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রবির থেকে ম্যাচ বের করে নিয়ে যান উগুয়েভ। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন রবি।
এই নিয়ে অলিম্পিক্সে কুস্তিতে মোট সাতটি পদক এল দেশে। রবি কুমারের হাত ধরে টোকিও অলিম্পিক্সে এখনও পর্যন্ত ৫টি পদ পেল ভারত। রবি কুমারের পদক জয়ের ফলে দারুন খুশি গোটা নাহরি গ্রাম। কারণ হরিয়ানার সোনিপথ জেলার এই গ্রামে এখনও দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ থাকে। গ্রামবাসীদের আশা, রবি পদক জেতায় এবার তাদের সমস্যার সমাধান হবে।