ফের ভ্যাকসিন বণ্টনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ‘বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক বেশি ভ্যাকসিন পাচ্ছে। অন্য রাজ্য টিকা পাক, তাতে আপত্তি নেই। কিন্তু, বাংলা বঞ্চিত হলে চুপচাপ বসে থাকবে না।’
চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই নিয়ে অনেকবার আপনাদের চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান।’ জনসংখ্যা ও জনঘনত্বের তুলনায় বাংলা তার প্রাপ্য ভ্যাকসিন পাচ্ছে না। দিনে বর্তমানে ৪ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্যে। আমরা দৈনিক ১১ লক্ষ ডোজ দিতে সক্ষম বলেও চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।