পুজোর ছুটি শেষ হলে রাজ্যে স্কুল খোলার ভাবনাচিন্তা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির মিটিংয়ের পর় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত একদিন অন্তর একদিন স্কুল খোলা হবে। তবে কোন শ্রেণির ছাত্ররা স্কুলে আসবে, তা নিয়ে এখনও কোনও পরিকল্পনা হয়নি। কথাবার্তা চলছে, পরে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই আভাস মুখ্যমন্ত্রীর।
বিশেষত কোভিডের তৃতীয় ঢেউয়ে যখন ছোটদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে অনুমান করছেন বহু স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই আশঙ্কা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই তিনি স্পষ্ট বুঝিয়ে দেন এখনও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। মুখ্যমন্ত্রীর সশ্লেষ উক্তি, “শিশু ভূমিষ্ঠ হল না আপনারা অন্নপ্রাশনের কথা ভাবতে শুরু করেছেন।”
এদিন গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়ও। তিনি জানান, স্কুল কলেজ খোলা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী বলেন, পুজোর পর একদিন অন্তর স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা চলছে। আপনারাও বলছেন। আমরা বিষয়টি ভেবে দেখছি।