Mamata at Jhargram
Share it

নাচের তালে পা মিলিয়ে, ধামসা বাজিয়ে ঝাড়গ্রামে আদিবাসী উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে না উঠে, প্রথমে আদিবাসী নৃত্যের তালে মেতে ওঠেন তিনি। মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী ‘পাঞ্চি’ শাড়ি পরিয়ে স্বাগত জানায় আদিবাসী সমাজ।


অনুষ্ঠানে আদিবাসী সমাজের বীর শহিদ সিধু-কানহুর ছবিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর আদিবাসীদের সম্প্রদায়ের কৃতী মানুষের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “ঝাড়গ্রামের ৯৫ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছে। আদিবাসী উন্নয়নে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। গড়ে উঠেছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।”


মুখ্যমন্ত্রী আরও বলেন, “মাওবাদী হামলায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি আমরা। আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের। আদিবাসীদের জন্য ২০১৩ সাল থেকে আলাদা বিভাগ করা হয়েছে। তাঁদের অধিকার কেউ কেড়ে নিয়ে পারবে না। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না।” সারণা ধর্ম, সারি ধর্মের জন্য কেন্দ্রকে চিঠিও দেওয়া হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Share it