কলকাতার রাস্তায় নামল সিএনজি বাস। সোমবার পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার প্রথম CNG বাস উদ্ধোধন করেন।
Tried my hand at the first fleet of CNG buses today!
CNG stations for these busses will be operational in the next 6 months.
Our focus is on making Kolkata pollution free & bring down transport cost; this initiative will help in that cause#GoGreen pic.twitter.com/cLBXaWKe0D— FIRHAD HAKIM (@FirhadHakim) August 9, 2021
সোমবার দুটি CNG বাসের ট্রায়াল রান ও উদ্বোধন হয়েছে। এই ধরনের বাস চলাচল সফল হলে শহরে আরও বাড়ানো হবে CNG বাস। জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। একদিকে পেট্রল ও ডিজেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে বেসরকারি বাস মালিকদের। আর এই অবস্থায় রাজ্য পরিবহন দফতর চাইছিল, এবার রাস্তায় নামুক CNG বাস।
#WestBengal Transport Minister @FirhadHakim drives the 1st #CNG bus in #Kolkata by #WBTC.
2 buses were inaugurated for trial run. CNG station will come up within 6 months. pic.twitter.com/34vAUpEKub
— Sreyashi Dey (@SreyashiDey) August 9, 2021
ফিরহাদ হাকিম বলেন, বেসরকারি বাসের জন্য প্রথম CNG স্টেশন তৈরি হয়ে যাবে আগামী ৬ মাসের মধ্যেই। এতে পরিবেশ দূষণ কমবে।
আগামী দিনে কলকাতার বহু বাস রুটে CNG পাম্প তৈরি হবে বলেও জানা যাচ্ছে। যাতায়াতের পথে এই পাম্পগুলি থেকেই গাড়িতে গ্যাস ভরতে পারবেন বাসচালক করা।আপাতত স্থির হয়েছে হাওড়া, সল্টলেক, নীলগঞ্জ, ঠাকুরপুকুর, বেলঘড়িয়া, সাঁতরাগাছি, করুনাময়ীতে CNG ফিলিং স্টেশন তৈরি হবে।