Taliban shoots lady
Share it

আফগানিস্তানে তালিবানি সন্ত্রাস অব্যাহত। আঁটোসাঁটো পোশাক পরায় মহিলাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করল তালিবানরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা আফগানিস্তানে।

সূত্রের খবর, আফগানিস্তানের বলক এলাকায় এক তরুণী আঁটোসাঁটো পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন। ২১ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে কোনও পুরুষ ছিল না। পুলিশ অফিসার আদিল শাহ জানান, ওই তরুণীর নাম নাজনিন। নিজের বাড়ি সমরকন্দিয়া থেকে বেরিয়ে বলকের মাজার শরিফে যাচ্ছিলেন তিনি। গাড়িতে ছিলেন তিনি। বোরখা পরা থাকলেও তাঁর পোশাক ছিল আঁটোসাঁটো। আর সঙ্গে ছিল না কোনও পুরুষ সঙ্গী। সেই সময়ই তাঁকে গুলি করে তালিবানরা। ঘটনায় দায় স্বীকার করেছে Taliban মুখপাত্র।

আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার পর্ব শুরুর পর থেকেই পুনরায় তালিবানি দৌরাত্ম্য শুরু হয়েছে। তরুণী ও যুবতীদের উপর অত্যাচারের মাত্রা ক্রমশই বেড়ে চলেছে আফগানিস্তানে। মেয়েদের অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে বিয়ের ঘটনাও বেড়ে চলেছে।

Share it