পেগাসাস স্পাইওয়্যার নির্মাতা NSO গ্রুপের সঙ্গে কোনও আর্থিক লেনদেনই হয়নি। সংসদে একথা সাফ জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট। যে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে, তা বিক্রি করে ইজরায়েলি তথ্যপ্রযুক্তি সংস্থা NSO গ্রুপ৷
সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে পেগাসাস কাণ্ডে সরকারের বিবৃতির দাবিতে সরব হয়েছে বিরোধীরা৷ প্রধানমন্ত্রী Narendra Modi বা স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah এখনও পর্যন্ত এ বিষয়ে সংসদে কোনও বিবৃতি না দিলেও সোমবার বিষয়টি নিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট৷ রাজ্যসভায় CPIM সাংসদ ডঃ ভি শিবদাসন-এর প্রশ্নের জবাবে মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতেই পেগাসাস ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে দেয় কেন্দ্র।
সোমবার প্রতিরক্ষা মন্ত্রক লিখিত বিবৃতিতে জানিয়েছে, ‘NSO Group Technologies-এর সঙ্গে কোনও আর্থিক আদানপ্রদান হয়নি।’ এর আগে পেগাসাস বিতর্কে এক বিবৃতিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে নস্যাৎ করে দিয়েছিলেন৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দাবি ছিল, অনুমতি ছাড়া দেশে কোনও ব্যক্তির ফোনে বেআইনি নজরদারি চালানো অসম্ভব৷ যদিও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি বিরোধীরা৷