Mask
Share it

সংক্রমণ রুখতে এবার কেন্দ্রের নতুন পদক্ষেপ। ভারতে থাকা বিদেশিদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। বিদেশিরা এবার রেজিস্ট্রেশন করে সহজেই পেতে পারেন করোনার টিকা! সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে এমনটা জানানো হয়েছে। এক্ষেত্রে পাসপোর্টকেই আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন বিদেশিরা।

এদিকে মঙ্গলবার একধাক্কায় দেশে অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। শেষ বার ১৭ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নীচে নেমেছিল।

সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। কেরলে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলেই মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯।

Share it