নিউজ ওযেভ ইন্ডিয়া: বাড়তি বাসভাড়া নিয়ে সরকারি নির্দেশিকা জারি না হলেও অনেক রুটেই বাসে চাপলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। কখনও কখনও বাস কন্ডাক্টরের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে বচসাও বেঁধে যাচ্ছে। এবার এই নিয়ে কড়া নির্দেশ দিল রাজ্য পরিবহণ দফতর। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওমতেই বাড়তি ভাড়া নেওয়া যাবে না যাত্রীদের কাছ থেকে।
করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল যান চলাচল। কিন্তু দ্বিতীয় ঢেউ যখন কিছুটা নিয়ন্ত্রণে তখন বাস চলাচল করতে শুরু করে। কিন্তু দীর্ঘদিন ধরেই পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, করোনার প্রভাব সহ একাধিক কারণ সামনে রেখে বাসভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছে বাস মালিক সংগঠনগুলি। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি রাজ্য সরকার। যাত্রীদের কাছ থেকে ক্রমাগত অভিযোগ পেয়ে এবার কড়া অবস্থান নিল পরিবহন দফতর।
বাস মালিক সংগঠনগুলিকে একটি চিঠি দিয়ে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসে নির্ধারিত মূল্যের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। পরিবহণ দফতরের কাছে এই ধরনের অভিযোগ এসেছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর বৈঠকে যে ভাড়া নির্ধারিত করা হয়েছিল, সেই মূল্যই নিতে হবে। যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় কড়া পদক্ষেপ নেওয়া হবে।