তালিবান সন্ত্রাস অব্যাহত আফগানিস্তানের বিভিন্ন জায়গায়। সেই সন্ত্রাস উপেক্ষা করেই তালিবান বিরোধী বিক্ষোভ ও জাতীয় পতাকা উত্তোলন অব্যাহত রয়েছে সেখানে। এমনই এক দেশভক্তির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দুই যুবককে উঁচু পোস্ট বেয়ে উঠে দেশের তেরঙা জাতীয় পতাকা তুলতে দেখা গেল।
Historic defiance against Taliban by Afghan nationals. Locals in Kabul replace the Taliban flag with the Afghan national tricolour flag at the famous Abdul Haq Square. Loud noise cheering from behind audible. Several protests against Taliban held, waving the Afghan flag. 🇦🇫 pic.twitter.com/7niFkqMD9w
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 19, 2021
কাবুলের আবদুল হক স্কোয়্যারে পাশাপাশি দুটি লম্বা পোস্টে উঠে তালিবান অত্যাচারকে উপেক্ষা করে জাতীয় পতাকা তুলতে দেখা গেল। ওই দুই আফগান যুবক যখন পতাকা লাগাচ্ছিলেন, তখন কাবুলের এই স্থানে প্রচুর মানুষকে উল্লাস ও হাততালি দিতে দেখা যায়। অটো, গাড়ি থামিয়েও হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বহুম নাগরিককে।