Zycov D Vaccine
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: জনসন অ্যান্ড জনসনের পর এবার করোনার বিরুদ্ধে লড়াই ভারতে অনুমোদন পেল ZYDUS CADILA ভ্যাকসিন। এই নিয়ে ষষ্ঠ কোভিড টিকা এদেশে অনুমোদন পেল। সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত দেশে জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে করোনার টিকা ZyCoV-D।


এই ভ্যাকসিন ১২-১৮ বছর বয়সীদের জন্যেও এই টিকা সুরক্ষিত বলে দাবি সংস্থার। দীর্ঘদিন ধরে শিশুদের ওপর প্রতিষেধকের পরীক্ষা চালাচ্ছিল জাইডাস ক্যাডিলা। Central Government’s Department of Biotechnology এবং ICMR সহায়তায় তৈরি এই টিকা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শেষে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে।

উল্লেখ্য, Zycov-D বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন। নিডল ফ্রি অ্যাপলিকেটরের মাধ্যমে শরীরে প্রবেশ করবে এই ভ্যাকসিন। তবে অন্য ভ্যাকসিনগুলির দু’টি ডোজ যথেষ্ট হলেও জাইকভ-ডি ভ্যাকসিনের তিনটি ডোজ লাগবে। প্রতিটি ডোজ নিতে হবে ২৮ দিনের ব্যবধানে।

Share it