৬৩ জন প্রার্থীর মধ্যে ৪ জনই সাংসদ। রবিবার দিল্লি থেকে তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে BJP-এর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে, তাতে রয়েছে এই চার নাম। প্রার্থী হয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক প্রার্থী ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
We are announcing names of 27 candidates for 3rd phase & 38 candidates for 4th phase of polls in West Bengal. Economist Ashok Lahiri will contest from Alipurduar, Rajib Banerjee from Domjur, & Rabindranath Bhattacharya from Singur: BJP National General Secretary Arun Singh pic.twitter.com/m7muMbc877
— ANI (@ANI) March 14, 2021
পরবর্তী তালিকায় রাজ্যসভার অপর সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়েরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার BJP-এর প্রার্থী তালিকা প্রকাশের পরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বাংলাজুড়ে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, যারা বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তাদের প্রার্থী তালিকায় চোখ রাখলেই দৈন্যতার ছাপ স্পষ্ট বোঝা যাবে। আসলে উপযুক্ত প্রার্থীর অভাবেই সাংসদ এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদেরও টেনে এনে রাজ্যে দাঁড় করাতে হচ্ছে। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছে BJP নেতৃত্ব। বরং তাঁদের বক্তব্য, ক্ষমতায় এলে রাজ্য মন্ত্রিসভা কেমন হবে, তারই আভাস রয়েছে প্রার্থী তালিকায়।
Swapan Das Gupta will contest from Tarakeswar Assembly seat, MP Nisith Pramanik from Dinhata, and Union Minister Babul Supriyo will contest from Tollygung Assembly seat. Actor Yash Das Gupta will contest from Chanditala: BJP National General Secretary Arun Singh pic.twitter.com/tkUHR6xAfL
— ANI (@ANI) March 14, 2021
এদিকে ভোটের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে। প্রার্থী তালিকায় নিজেদের নাম না থাকায় BJP-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ শোভন-বৈশাখী দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়ে এ কথা জানিয়েও দিয়েছেন বলে সূত্রের খবর।
BJP releases a list of 27 candidates for 3rd phase and a list of 36 candidates for 4th phase of elections in West Bengal pic.twitter.com/jDkI2bcAJ6
— ANI (@ANI) March 14, 2021
রবিবার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় বেহালা পূর্ব কেন্দ্রে শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় অভিনেত্রী পায়েল সরকারের নাম রয়েছে। তাঁকে দলের তরফে বেহালা পশ্চিমে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে খবর। কিন্তু, সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন শোভন বাবু। অপর দিকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম বিবেচনার মধ্যেই রাখেনি গেরুয়া শিবির। আর এতেই বেজায় চটেছেন এই জুটি।
অপরদিকে সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুর থেকে টিকিট দেওয়া কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। তাঁকে প্রার্থী করার পরেই BJP কর্মীদের একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন। একদা প্রতিপক্ষ মাস্টার মশাইকে প্রার্থী করায় দলের সাংসদ, রাজ্য নেতৃত্বর বিরুদ্ধে সরব হয়েছেন BJP কর্মীদের একাংশ। ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ।