সকাল ৭টা থেকে রাজ্যের ৫ জেলার ৪৪টি আসনে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। তবে ভোটগ্রহণ শুরু আগের রাত থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে সকাল ৯.৪৫টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৮৫ শতাংশ।
#WATCH West Bengal: BJP leader Locket Chatterjee speaks to an Election Commission official over phone, says that she was attacked by locals at polling booth no.66 in Hooghly. She also says that journalists have been attacked too and demands that additional forces be sent here. pic.twitter.com/rrgGpFxfHT
— ANI (@ANI) April 10, 2021
ভোটদানের প্রবণতা সন্তোষজনক আলিপুরদুয়ারে। সেখানে ভোট পড়েছে ১৭.৯৮ শতাংশ। দক্ষিণবঙ্গের ৩ জেলার মধ্যে ভোটদানের হারে এগিয়ে হাওড়া। সেখানে সকাল ভোট পড়েছে ১৭.৭৭ শতাংশ। পিছিয়ে নেই পাশের জেলা হুগলিও। সেখানে ইতিমধ্যেই ১৭.০৪ শতাংশ ভোটদাতা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
#WATCH BJP leader Locket Chatterjee's car attacked by locals in Hoogly during the fourth phase of West Bengal assembly elections #WestBengal pic.twitter.com/aQAgzWI94v
— ANI (@ANI) April 10, 2021
৫ জেলার মধ্যে ভোটদানে এগিয়ে কোচবিহার দক্ষিণ। সেখানে ২৪ শতাংশ ভোটদান হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ভোটদানের হারে তুলনায় কিছুটা পিছিয়ে। সকাল ৯টা পর্যন্ত সেখানে ভোটদানের হার ১৩.১৫ শতাংশ। বেহালা পশ্চিম কেন্দ্রে সবচেয়ে কম ভোটদানের প্রবণতা লক্ষ্য করা গেছে। এখনও পর্যন্ত সেখানে মাত্র ৭ শতাংশের আশেপাশে ভোট পড়েছে।
#WestBengalPolls: 15.85% voter turnout recorded till 9:30 am. pic.twitter.com/7JO22wORyp
— ANI (@ANI) April 10, 2021
আজ চতুর্থ দফায় কোচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব ক’টিতেই ভোট হচ্ছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রের মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টি এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসন রয়েছে এই পর্যায়ে।
Prashant Kishor's strategy will not work in Bengal, his strategy has failed. TMC has finished here. In Bengal, only Narendra Modi's strategy will work: BJP leader Rajib Banerjee, in Domjur, #WestBengal pic.twitter.com/BVdtlkDrqT
— ANI (@ANI) April 10, 2021
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ৪৪টি কেন্দ্রে ভোটযুদ্ধে নেমেছেন ৩৭৩ জন প্রার্থী। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ৮১ হাজার ২২। এদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ১৬। চতুর্থ পর্যায়ের ভোটে সবচেয়ে কম ভোটার রয়েছে বালি বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোটারের সংখ্যা মাত্র ১ লক্ষ ৭৬ হাজার ১জন। সবচেয়ে বেশি ভোটার রয়েছে চুঁচুড়ায়। সংখ্যাটা সেখানে ৩ লক্ষ ১৩ হাজার ৭০১। মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৯৪০।
West Bengal: Long queue of voters at a polling station in
Kulberia Dharmatala F.P. School, Bhangar, South 24 Parganas pic.twitter.com/2h3a5bdP7I— ANI (@ANI) April 10, 2021
আজকের ভোটে ৪৪টি কেন্দ্রের জন্য ৯০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এরমধ্যে হাওড়ায় ১৪০ কোম্পানি, হুগলিতে ১৭৫ কোম্পানি ও দক্ষিণ ২৪ পরগনায় ১৮৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহারে মোতায়েন করা হয়েছে ১৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১০৫ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে আলিপুরদুয়ারে।