মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

শীতলকুচির গুলিকাণ্ড নিয়ে শিলিগুড়ি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


নির্বাচনের পর শীতলকুচির ঘটনায় CID তদন্ত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি CID তদন্ত করে দেখব। এখন নির্বাচন চলছে তাই সম্ভব হবে না। কিন্তু, ভোট মিটতে আমি চাই CID তদন্ত করে দেখুক। পরিকল্পনা করে সবটা হয়েছে।”


মমতা বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। ওরা বলছে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। মিথ্যে কথা। আসলে রাজনৈতিক নির্দেশেই এসব হচ্ছে। অঘোষিত ৩৫৬ চলছে। যদি আক্রমণ হয়েই থাকে। প্ররোচনা দেওয়া হয়, তবে প্ররোচনার ছবি কই। এত মিডিয়া ছিল ওখানে কেউ কোনও ফুটেজ পেল না?”


অমিত শাহের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “CRPF-এর গুলি চালানোর ব্যাপারে আগেই প্রধানমন্ত্রী ক্লিনচিট দিয়ে দিলেন বাহিনীকে। এটা কী করে সম্ভব?” এটা ফ্যাসিজম সরকারের কুকীর্তি বলেও উল্লেখ করেন ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী। আরও বলেন, “প্রধানমন্ত্রী শিলিগুড়ি থেকে একবার ঘটনাস্থলে যেতেই পারতেন। তাঁর সেই সৌজন্যবোধই নেই।”


পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রবিবার সকালে আমি মাথাভাঙা হাসপাতালে যাব। ওখানেই সবার দেহ রাখা আছে। আমি ওখানে শ্রদ্ধা জানাব। তারপর ওখান থেকে আলিপুরদুয়ারে যাব। শনিবারেই যেতাম। কিন্তু, আজ যেহেতু ভোট চলছে। তাই আদর্শবিধি লঙ্ঘনের একটা বিষয় রয়েছে। আমি তা ভাঙতে চাই না।”

Share it