শীতলকুচির গুলিকাণ্ড নিয়ে শিলিগুড়ি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
It was PM's responsibility to meet the family members of the deceased. Isn't he ashamed? He is giving clean chit. It's a matter of shame. I condemn his attitude: West Bengal Chief Minister Mamata Banerjee in Siliguri pic.twitter.com/jUOFc7gMYT
— ANI (@ANI) April 10, 2021
নির্বাচনের পর শীতলকুচির ঘটনায় CID তদন্ত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি CID তদন্ত করে দেখব। এখন নির্বাচন চলছে তাই সম্ভব হবে না। কিন্তু, ভোট মিটতে আমি চাই CID তদন্ত করে দেখুক। পরিকল্পনা করে সবটা হয়েছে।”
We have sought Home Minister Amit Shah's resignation: West Bengal Chief Minister Mamata Banerjee in Siliguri pic.twitter.com/lkxP65nYh2
— ANI (@ANI) April 10, 2021
মমতা বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। ওরা বলছে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। মিথ্যে কথা। আসলে রাজনৈতিক নির্দেশেই এসব হচ্ছে। অঘোষিত ৩৫৬ চলছে। যদি আক্রমণ হয়েই থাকে। প্ররোচনা দেওয়া হয়, তবে প্ররোচনার ছবি কই। এত মিডিয়া ছিল ওখানে কেউ কোনও ফুটেজ পেল না?”
I will be going to Mathabhanga hospital tomorrow at 10 am and from there I will go to Alipurduar. I couldn't go to Cooch Behar today due to Model Code of Conduct as polling is going on there: West Bengal Chief Minister Mamata Banerjee in Siliguri pic.twitter.com/ptFIk3d3lz
— ANI (@ANI) April 10, 2021
অমিত শাহের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “CRPF-এর গুলি চালানোর ব্যাপারে আগেই প্রধানমন্ত্রী ক্লিনচিট দিয়ে দিলেন বাহিনীকে। এটা কী করে সম্ভব?” এটা ফ্যাসিজম সরকারের কুকীর্তি বলেও উল্লেখ করেন ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী। আরও বলেন, “প্রধানমন্ত্রী শিলিগুড়ি থেকে একবার ঘটনাস্থলে যেতেই পারতেন। তাঁর সেই সৌজন্যবোধই নেই।”
Home Minister Amit Shah is completely responsible for today's incident and he himself is the conspirator. I don't blame central forces because they work under Home Minister's order: West Bengal CM Mamata Banerjee in Siliguri pic.twitter.com/zWwh4hqJvF
— ANI (@ANI) April 10, 2021
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রবিবার সকালে আমি মাথাভাঙা হাসপাতালে যাব। ওখানেই সবার দেহ রাখা আছে। আমি ওখানে শ্রদ্ধা জানাব। তারপর ওখান থেকে আলিপুরদুয়ারে যাব। শনিবারেই যেতাম। কিন্তু, আজ যেহেতু ভোট চলছে। তাই আদর্শবিধি লঙ্ঘনের একটা বিষয় রয়েছে। আমি তা ভাঙতে চাই না।”