“পরিকল্পিতভাবে গণহত্যা করা হয়েছে শীতলকুচিতে।” রবিবার সকালে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনই গুরুতর অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠক থেকে ভিডিও কলের মাধ্যমে শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee spoke to the families of people, who had died in a firing incident at Cooch Behar, over a video call during her press conference in Siliguri
"I will come to meet you on April 14," she told them pic.twitter.com/NIHbn0CCnz
— ANI (@ANI) April 11, 2021
শীতলকুচির ঘটনাকে ‘পরিকল্পিত গণহত্যা’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোচবিহারের ঘটনায় মৃতদের সকলেরই গলায় বা বুকে গুলি লেগেছে। কারও পায়ে গুলি লাগেনি। তাহলে সরাসরি বুকেই গুলিটা করা হয়েছিল খুনের জন্য? স্প্রে করে গুলি করা হয়েছে। কেন?” তাঁকে আটকাতেই কোচবিহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করেছেন মমতা। তাঁর অভিযোগ, “তথ্য লুকোতেই ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা।”
It's incompetent govt with incompetent PM & HM. They're coming here daily to capture Bengal. You are welcome, nobody has stopped you but make people happy rather than threatening them. You get people killed by central forces & later issue them a clean chit: WB CM Mamata Banerjee pic.twitter.com/qbWV9eTQhI
— ANI (@ANI) April 11, 2021
এদিন সাংবাদিক বৈঠকেই ভিডিও কলের মাধ্যমে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদের অভিযোগ শোনেন তিনি। নিহত মনিরুজ্জামানের আত্মীয় বলেন, “মনিরুজ্জামানের ৪৫ দিনের একটি কন্য়া সন্তান আছে। স্ত্রী, বাবা-মা এবং ছোট ভাই রয়েছে। মনিরুজ্জামান রাজমিস্ত্রির কাজ করতেন। ভোটের জন্য কেরল থেকে বাড়ি এসেছিলেন। বুথের সামনে দাঁড়িয়েছিলেন। তখনই কেন্দ্রীয় বাহিনীর গুলি লাগে তাঁর বুকে।”
It is a genocide. They sprayed bullets. They could have shot on the leg or the lower body but every bullet hit them in the neck or chest area: West Bengal CM Mamata Banerjee in Siliguri pic.twitter.com/xtQL62jFvC
— ANI (@ANI) April 11, 2021
জোরপাটকায় গুলিকাণ্ডে নিহত আরও এক হামিদুল মিয়াঁ। তাঁর দাদা মুখ্যমন্ত্রীকে ভিডিও কলে বলেন, “হামিদুলের স্ত্রী সন্তানসম্ভবা। একটি তিন বছরের কন্যা রয়েছে। হামিদুলও রাজমিস্ত্রি ছিলেন। আমরা এই ঘটনার বিচার চাই।”
EC should rename MCC as Modi Code of Conduct!
BJP can use all its might but NOTHING in this world can stop me from being with my people & sharing their pain.
They can restrict me from visiting my brothers & sisters in Cooch Behar for 3 days but I WILL be there on the 4th day!
— Mamata Banerjee (@MamataOfficial) April 11, 2021
মুখ্যমন্ত্রী তাঁদের দুজনকেই বলেন, “পরিবারকে সব রকম সাহায্য করা হবে। এখন যেতে পারছি না। কিন্তু আমি যাব। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের তো ফেরাতে পারব না। তবে, তাঁদের পরিবারের দায়িত্ব নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা করব। আমি ১৪ তারিখ যাওয়ার চেষ্টা করছি। তখন দেখা করব।”