নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ধরনায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাকী গান্ধী মূর্তির পাদদেশে। যদিও এখনও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও অনুমোদন মেলেনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তৃণমূলের তরফ থেকে ধরনায় বসার অনুমতি পত্র পৌঁছয় সেনাবাহিনীর কাছে। কিন্তু, চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি বলেই খবর।
#WATCH | West Bengal CM Mamata Banerjee paints & shows paintings as she sits on dharna at Gandhi Murti in Kolkata, to protest against a 24-hour ban imposed by ECI on her from campaigning from 8 pm of April 12 till 8 pm of April 13 pic.twitter.com/CvKHxTB53d
— ANI (@ANI) April 13, 2021
সকাল সাড়ে ১১টা নাগাদ গান্ধীমূর্তির পাদদেশে এসে পৌঁছন মমতা। বেলা ১২টা থেকে তাঁর কর্মসূচি শুরু হয়। যেহেতু সেনার অনুমতি মেলেনি তাই ধরনাস্থলে কোনও মঞ্চ তৈরি হয়নি। সেখানে একাই হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায় তাঁকে। তবে সঙ্গে এনেছেন ছবি আঁকার জন্য রঙ, তুলি ও ক্যানভাস। ধরনায় বসেই ছবি আঁকার প্রয়াস চালাতে দেখা গেছে তাঁকে।
Kolkata: West Bengal CM Mamata Banerjee sits on dharna at Gandhi Murti, as a mark of protest after the Election Commission of India (ECI) imposed a ban on her for 24 hours from campaigning in any manner from 8 pm of April 12 till 8 pm of April 13#WestBengalElections pic.twitter.com/BQR0NIIgkT
— ANI (@ANI) April 13, 2021
সোমবার সন্ধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। রাত ৮টা থেকে বিধি কার্যকর হয় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য। তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের জেরে নোটিস পাঠানো হয় কমিশনের তরফে। মমতার দেওয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় কমিশন ২৪ ঘণ্টার ঘণ্টার জন্য তাঁর প্রচারে নিষেধাজ্ঞা চাপায়।
To protest against the undemocratic and unconstitutional decision of the Election Commission of India, I will sit on dharna tomorrow at Gandhi Murti, Kolkata from 12 noon.
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2021
সোমবার রাতেই টুইট করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেন মমতা। কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে জানিয়ে দেন, এর প্রতিবাদে দুপুর ১২টা নাগাদ গাঁধী মূর্তির পাদদেশে ধরনায় বসবেন।