দুবরাজপুরের আমুরি গ্রামের বাইরে বাঁশ ঝাড়ের পাশ থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ। তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছে ওই ব্যক্তি। তবে কোথায় বোমা বাঁধা হচ্ছিল, তা এখনও জানতে পারেনি পুলিশ।

জখম ব্যক্তির নাম শেখ ইয়াসিন। তার বাড়ি বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের ঝিরুল গ্রামে। শুক্রবার সকালে একই অঞ্চলের আমুরি গ্রামের বাইরে একটি বাঁশ ঝাড়ের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এলাকার মানুষ। যন্ত্রণায় কাতরাতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়।
দুবরাজপুর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর ব্লক হাসপাতাল এবং পরে সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। তার দুটো হাতের কনুই পর্যন্ত ক্ষতবিক্ষত হয়েছে। তবে কোথায় বোমা বাঁধা হচ্ছিল, কোথায় বিস্ফোরণের ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ। কারা তাকে ওই বাঁশ ঝাড়ের কাছে রেখে দিয়ে গেল তাও খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূলের (TMC) বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, “ওরা দুষ্কৃতী। BJP-এর হয়ে বোমা বাঁধছিল। সেই বোমা ফেটে জখম হয়ে থাকতে পারে ওই ব্যক্তি।”
যদিও BJP-এর ব্লক সভাপতি সাধন ধীবর বলেন, “বোমা গুলির আমদানি করে তৃণমূল। ওদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে। এখন বোমা বেঁধে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। কিন্তু মানুষ পঞ্চায়েত ভোট ভুলে যায়নি। তার বদলা বিধানসভায় নেবেই। শুধু সময়ের অপেক্ষা। বোমা, বন্ধুক দেখিয়ে কোন লাভ হবে না।”